শিগগিরই বাঁশবাড়িয়া-গুপ্তছড়া নৌপথে সি-ট্রাক চলাচল শুরু হবে
সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি।।
চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে যাত্রীসেবার উন্নয়নে বরাদ্দকৃত একটি নতুন সি-ট্রাক সোমবার (৮ ডিসেম্বর) চট্টগ্রামের বাঁশবাড়িয়া ফেরিঘাটে এসে পৌঁছেছে। নৌ পরিবহন উপদেষ্টা ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের বরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, খুব শিগগিরই সি-ট্রাকটি পরীক্ষামূলকভাবে বাঁশবাড়িয়া-গুপ্তছড়া নৌপথে চলাচল শুরু করবে।
গত রোববার সন্দ্বীপে সরকারি দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা ফাওজুল কবির খান ১০ ডিসেম্বরের মধ্যে সি-ট্রাক চালুর আশ্বাস দেন। সেই ঘোষণার পরই নতুন সি-ট্রাক পৌঁছানোয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা গেছে।
এর আগে গত ৪ আগস্ট নারায়ণগঞ্জের আনন্দ শিপইয়ার্ডে কোস্টাল ফেরির নির্মাণ অগ্রগতি পরিদর্শন করেন নৌ পরিবহন মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং উপদেষ্টা ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, মূলত এগুলো সি-ট্রাক।
সব আবহাওয়ায় উত্তাল সমুদ্রেও চলাচল উপযোগী। আসন সংখ্যা ৩১৯। গাড়ি পরিবহনের সুবিধা সীমিত হলেও চার পাঁচটি ছোট গাড়ি বা মাঝারি ট্রাক পরিবহন করতে সক্ষম। সন্দ্বীপ-চট্টগ্রাম নৌপথে নতুন সি-ট্রাক চালু হলে যাত্রীসেবা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন স্থানীয়রা।



































