‘ট্রাস্ট ওল্ড এজ এন্ড কেয়ার হোম’ নামে দেয়াল প্রত্রিকার উদ্বোধন
নাসির উদ্দিন সৈকত, কালের ধারাঃ
বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকীতে অনাথ, অসহায় ও বেওয়ারিশ বৃদ্ধদের আজীবন আশ্রয় ও সেবাদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত “TRUST OLD AGE & CARE HOME”-এর কার্যক্রম পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
২০২৫ সালে প্রতিষ্ঠিত এই দাতব্য প্রতিষ্ঠানটি সমাজের অবহেলিত ও অভিভাবকহীন বৃদ্ধ বাবা-মায়েদের জন্য নিরাপদ আশ্রয়, খাদ্য, চিকিৎসা ও মানবিক সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মূল অঙ্গীকার— “রাস্তায় পড়ে থাকবে না আর কোনো গরিব, অসহায় ও অভিভাবকহীন বাবা-মা।”
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম প্রতিষ্ঠানটির মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানও উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও সেবাদান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের সহযোগিতায় এই আশ্রয়কেন্দ্রটি আরও বিস্তৃত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব। তাঁরা বলেন, যে কেউ সময়, শ্রম কিংবা আর্থিক সহায়তার মাধ্যমে এই মহতী উদ্যোগে যুক্ত হতে পারেন।
মানবিক সমাজ গঠনে TRUST OLD AGE & CARE HOME-এর মতো উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠছে গৌরনদীতে।


































