গৌরনদীতে ধানের শীষের পক্ষে প্রচারনা
স্টাফ রিপোর্টারঃ এনাম তালুকদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের অন্যতম নেতা তৈয়ব আলী বেপারী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা এনাম তালুকদার।
সভায় আরও উপস্থিত ছিলেন—যুবদল নেতা জুয়েল মিয়া, লিটন হাওলাদার, সাব্বির আহমেদ সুজন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাব্বত আকন, যুবনেতা মালেক মৃধা এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
বক্তারা তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করা, নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি বৃদ্ধি এবং দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, সময়ের দাবি অনুযায়ী যুবসমাজকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আসন্ন নির্বাচনে সকল নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালনের প্রস্তুতি নিতে হবে।
মতবিনিময় সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


































