বানারীপাড়ায় কাঁচির আঘাতে কলেজ ছাত্রী ক্ষত
মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে কাস্তের আঘাতে কলেজছাত্রীর মুখে জখম করার অভিযোগে সজীব নামের এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।৩ ডিসেম্বর দুপুরে বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ ডিসেম্বর বিকালে শিয়ালকাঠি গ্রামের জাকির হোসেনের কলেজপড়ুয়া মেয়ে জিদনী (১৭) বাড়ির অদূরে গেলে তার গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ও ৬ আনা ওজনের কানের দুল ছিনিয়ে নিতে চেষ্টা করে উত্তরকুল গ্রামের মোঃ আলীর মাদকাসক্ত ছেলে সজীব (২৭)।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, আকস্মিক ছিনতাই চেষ্টায় জিদনী চিৎকার শুরু করলে সজীব তার হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে তাকে আঘাত করে। এতে জিদনীর মুখে গভীর ক্ষত তৈরি হয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সজীব সেখান থেকে পালিয়ে যায়।
আহত অবস্থায় জিদনীকে স্থানীয়রা দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করে।
পরদিন বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকালে সজীবের ভাই তাকে ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করলে ক্ষুব্ধ এলাকাবাসী সজীবকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে উপজেলার লবণসাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সজীবকে আটক করেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি শতদল মজুমদারের কাছে জানতে চাইলে তিনি জানান
“ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সজীবকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”


































