০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ

কালের ধারা নিউজঃ

বরিশালের গৌরনদীতে ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব মনির মাস্টার, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির শরিফ, যুগ্ম আহ্বায়ক শামিম খলিফাসহ দল ও অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত দমন করতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলাকারীদের বিচার না হলে যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনগুলো রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৩৩ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ

আপডেট সময় ১২:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

কালের ধারা নিউজঃ

বরিশালের গৌরনদীতে ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব মনির মাস্টার, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির শরিফ, যুগ্ম আহ্বায়ক শামিম খলিফাসহ দল ও অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত দমন করতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলাকারীদের বিচার না হলে যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনগুলো রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।