ইতালি আওয়ামী লীগের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আয়োজনে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পিয়াজ্জা ভিক্টোরিয়া ফুড অ্যান্ড রোমা রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইতালি আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রব ফকিরের সভাপতিত্বে ও ইতালি আওয়ামীলীগের সদস্য সচিব এম. এ. রব মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি কে. এম. লোকমান হোসেন এবং প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলী আজম এবং আহ্বায়ক কমিটির সদস্য সরদার লুৎফর রহমান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান সিদ্দিকী ও নাসির উদ্দিন মানিক।
এছাড়াও বক্তব্য রাখেন ইতালি রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. স্বপন হাওলাদার, ইতালি শ্রমিক লীগের সভাপতি মো. নাসিম হোসাইন হাওলাদার , ইতালি আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক শেখ ইসাহাক, আহ্বায়ক কমিটির সদস্য জি আর মানিক, সুলতানা নিগার মিতা,জাহানুর রুবি,হালিমা নাসরিন,চিত্রা সেন, ইলিয়াস মোল্লা এবং মিঠু হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।



































