“অপরাজিতা ফাউন্ডেশন”র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ,
গৌরনদীতে অপরাজিতা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ,
বরিশাল জেলার গৌরনদী উপজেলায় সামাজিক সংগঠন অপরাজিতা ফাউন্ডেশন-এর উদ্যোগে শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর, শুক্রবার বিকেলে টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সমাজসেবক আবু বক্কর তালুকদারের সার্বিক পরিচালনায় এবং টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান প্রিন্স মাহমুদ ও কাজী সুজন-এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। অতিথিবৃন্দ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অপরাজিতা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অপরাজিতা ফাউন্ডেশনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের সকল পর্যায়ের সংগঠন ও বিত্তবানরা যদি এ ধরনের মানবসেবামূলক কাজে এগিয়ে আসে, তবে দেশের হতদরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। তারা মানবিক কাজে সবাইকে সহযোগিতার জন্য বিশেষভাবে আহ্বান জানান।
শীতবস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলো অপরাজিতা ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


































