শালিখা উপজেলায় মহান বিজয় দিবস পালিত
বিশেষ প্রতিনিধি:সুবির ঘোষ।
সারা দেশের ন্যায় গভীর ভাব গাম্ভীর্যের সঙ্গে আজ মাগুরা শালিখা উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শালিখা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। এর মধ্যে ভোর ৬ টায় উপজেলা প্রশাসন তালখড়ি শহীদ স্মৃতি সৌধে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান ও সেখানে মালা দান করেন। এরপর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। এরপর ঐ একই মাঠে তিন দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুন্সি আনিসুর রহমান মিল্টন,বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,যুবদলের আহবায়ক মুন্সি
সোহেল রানা, সকল সরকারি অফিসের কর্মকর্তা ও সামাজিক নেতৃবৃন্দ।


































