শালিখায় তারুণ্যের উৎসব ২০২৫ সমৃদ্ধি কর্মসূচির দিবস উদযাপন।
সুবির কুমার ঘোষঃ বিশেষ প্রতিনিধিঃ
আজ মাগুরা শালিখা উপজেলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে সমৃদ্ধি কর্মসূচি (উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী) উপজেলা দিবস উদযাপন।অনুষ্ঠানটি জাগরণী চক্র ফাউন্ডেশন(জেসিএফ) সীমাখালী শাখার ব্যবস্থাপনায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
সোমবার ১৫ ডিসেম্বর সকাল থেকে উপজেলার গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০ টি স্টল তৈরি, চিত্রাঙ্কন,ম্যারাথন দৌড়,সাইকেল প্রতিযোগিতা,গান ছড়া,কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ইভেন্টে শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী, সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন ক্লাবের সদস্য ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
বিকাল ৩ টায় আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক,এবং সেরা স্টল, সেরা দেয়ালিকা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃশাহ আলম সাবেক ওয়ার্ড মেম্বার হরিশপুর।
প্রধান অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার জনাব মোঃশাহীনুর রহমান জাগরণী চক্র ফাউন্ডেশন সীমাখালী শাখা।
বিশেষ অতিথি ছিলেন জনাব তপন কুমার কুন্ড প্রধান শিক্ষক গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়।মোঃমিজানুর রহমান মেম্বার দেওয়াডাঙ্গা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রওশন বাউল,শালিখা, মাগুরা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ ইকরামুল রহমান,সাংবাদিক রবিউল ইসলাম, সাংবাদিক রাজিব হোসেন, মোঃমফিজুর রহমান কাদিরপাড়া সহ প্রমুখ।
এরিয়া ম্যানেজার তরুণদের উদ্দেশে বলেন—জ্ঞান,সততা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে গেলে তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, “তারুণ্যের উৎসব”২০২৫ কর্মসূচি তরুণ সমাজকে আত্মবিশ্বাসী, সামাজিকভাবে দায়িত্বশীল ও মানবিক চেতনায় উজ্জীবিত করতে আয়োজন করা হয়েেছে।


































