মাগুরায় সামাজিক কোন্দলে দুই গ্রুপে সংঘর্ষ, আহত অর্ধশত
বিশেষ প্রতিনিধ:সুবির ঘোষ।
৮ই ডিসেম্বর সোমবার সকাল ৯ ঘটিকার সময় মাগুরা সদর উপজেলা রাঘোবদার ইউনিয়নের আলমখালী ও রামনগরে সামাজিক কোন্দলকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।আহতরা মাগুরা ও ঝিনাইদাহ হাসপাতালে ভর্তি আছে।
গুরুতর আহতরা হলো (১)সাহেব আলী,(২)বাচ্চু মন্ডল,(৩) তুর্ফান মন্ডল(৪)হাসানুজ্জামান,(মিলন)(৫)মুক্তার,(৬)আরিফুল,(৭)সাহেব আলী মুন্সি,(৮)উকিল উদ্দিন প্রমুখ।
অপর গ্রুপের লোকজন ঝিনাইদহ হাসপাতাল ভর্তি থাকায় তাদের নাম সঠিক ভাবে জানা সম্ভব হয়নি।
আহতদের বাইরেও যারা এই সংঘর্ষে অংশ নেই তাদের মধ্যে রয়েছেন (১)সুরাপ মন্ডল,(২)সৈয়দ মন্ডল(৩)লাড্ডু(৪) মমিন মন্ডল(৫)সোনামুল্লা,(৬)আমিরুল মন্ডল,(৭)কামরুল মন্ডল,(৮)আমজাদ মোল্লা,(৯)মুশফিকুর মোল্লা(১০)সৈয়দ আলী মন্ডল,(১১)রুকু মন্ডল,(১২) টুকু মন্ডল(১৩) প্রমুখ। আইন শৃংখলা নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।


































