মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল
কালের ধারা অনলাইনঃ
ঢাকা, ১ পৌষ (১৬ ডিসেম্বর): মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল।
মঙ্গলবার ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ স্মৃতিসৌধ প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করার পর সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করা হয়। এরপরই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। বীর শহীদদের বেদী ফুলে ফুলে ভরে ওঠে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ প্রাঙ্গণ আনন্দ, আবেগ ও দেশপ্রেমে ভরে ওঠে। শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো—কারও মুখে ও হাতে জাতীয় পতাকার রঙ, কেউ আঁকছে স্মৃতিসৌধের ছবি। শীত উপেক্ষা করে যুদ্ধাহত ও প্রবীণ বীর মুক্তিযোদ্ধারাও লাল-সবুজের পোশাক ও জাতীয় পতাকা হাতে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনেকেই তাঁদের সালাম জানাতে ও কুশল বিনিময়ে এগিয়ে আসেন।
সার্বিকভাবে কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশে দিনভর এই কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধা, গর্ব ও ঐক্যের এক অনন্য দৃশ্যপট ফুটে ওঠে।



































