০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে ভোটকেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন

কালের ধারা অনলাইনঃ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গৌরনদী উপজেলায় ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা।

গৌরনদী উপজেলার বার্থী, খাঞ্জাপুরসহ বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহীম স্যার এবং গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা। এ সময় তারা কেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, বিদ্যুৎ, পানি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের পরিবেশসহ সার্বিক প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কোথায় কী ধরনের সমস্যা রয়েছে তা তাৎক্ষণিকভাবে নির্ণয় করা হয় এবং ভোটগ্রহণের আগেই সম্ভাব্য সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের সুবিধা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইব্রাহীম বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।”

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটের আগেই সকল কেন্দ্রের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করা হচ্ছে, যাতে ভোটের দিন কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

স্থানীয় ভোটাররা প্রশাসনের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত তদারকির ফলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে তারা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
১৯ বার পড়া হয়েছে

সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে ভোটকেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন

আপডেট সময় ১২:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

কালের ধারা অনলাইনঃ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গৌরনদী উপজেলায় ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা।

গৌরনদী উপজেলার বার্থী, খাঞ্জাপুরসহ বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহীম স্যার এবং গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা। এ সময় তারা কেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, বিদ্যুৎ, পানি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের পরিবেশসহ সার্বিক প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কোথায় কী ধরনের সমস্যা রয়েছে তা তাৎক্ষণিকভাবে নির্ণয় করা হয় এবং ভোটগ্রহণের আগেই সম্ভাব্য সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের সুবিধা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইব্রাহীম বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।”

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটের আগেই সকল কেন্দ্রের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করা হচ্ছে, যাতে ভোটের দিন কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

স্থানীয় ভোটাররা প্রশাসনের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত তদারকির ফলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে তারা আশাবাদী।