বিএনপির বরিশাল ১ আসনের প্রার্থী পরিবর্তনের দাবি
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) জাতীয় সংসদ আসনে বিএনপি’র প্রাথমিক মনোনীত প্রার্থী হিসেবে ঘোষিত জহির উদ্দিন স্বপনের পরিবর্তে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে মনোনয়ন দেওয়ার দাবি স্থানীয় তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে জোরালো হয়ে উঠেছে। সোমবার গৌরনদী ও আগৈলঝাড়ায় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সাংবাদিক সম্মেলন, মানববন্ধন ও জনসভা করে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে বলেন— ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানই এই আসনের “যোগ্য, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য” প্রার্থী।ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের জনপ্রিয়তার কারণ তৃণমূলের দাবি—ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান কখনোই চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্রয় দেননি। ১/১১ এর কঠিন সময়ে তিনি তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রাম পরিচালনা করেছেন। জুলুম-নির্যাতনের সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। দলের প্রতি তার অবিচল নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের ত্যাগের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে বেগম খালেদা জিয়া তাকে বিএনপি’র মনোনয়ন দিয়েছিলেন। তৃণমূল নেতারা বলেন— দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে আব্দুস সোবাহানই উপযুক্ত প্রার্থী। জহির উদ্দিন স্বপনকে নিয়ে ক্ষোভ স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ—জহির উদ্দিন স্বপন দীর্ঘ ১২ বছর দলের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন।টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি নিজেকে ‘বিএনপি সংসদ সদস্য’ পরিচয় দিতে লজ্জা লাগে—এমন মন্তব্য করে নেতাকর্মীদের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি করেন। দলের মধ্যে সংস্কারপন্থী হিসেবে পরিচিত হওয়ায় তৃণমূলের বড় অংশ তাকে গ্রহণযোগ্য মনে করছে না। সংখ্যালঘু সম্প্রদায়ের তীব্র প্রতিবাদ আগৈলঝাড়া উপজেলার হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ও মানববন্ধন করে জহির উদ্দিন স্বপনের মনোনয়ন বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ—২০০১ সালে জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক নির্যাতন হয়েছিল, যার কারণে শতাধিক পরিবার প্রাণভয়ে গোপালগঞ্জের রামশীল এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তারা জানান, “আমরা কোনোভাবেই তাকে মেনে নিতে পারি না; আমাদের দাবি— ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে ধানের শীষ প্রতীক দেওয়া হোক।”তৃণমূলে একটাই সুর — “সোবাহানই গ্রহণযোগ্য প্রার্থী”সারা গৌরনদী-আগৈলঝাড়া জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একই দাবি—“পরিচ্ছন্ন ভাবমূর্তি, ত্যাগ, সততা ও জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে মনোনয়ন দেওয়া হোক।”স্থানীয় তৃনমূল জনগণ মনে করেন বরিশাল-১ আসনে বিএনপি যদি সংগঠনের ভিত শক্ত রাখতে ও জয়লাভ করতে চায়, তবে জনস্বীকৃত ও ত্যাগী নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকেই প্রার্থী করা উচিত।


































