গৌরনদীতে পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত
গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ
ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট” প্রতিপাদ্য সামনে রেখে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে গৌরনদী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাঠপর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বিধির বাস্তবায়নসহ বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসলেও এখনো তা কার্যকর হয়নি। ফলে সেবা কার্যক্রমে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন—মোঃ মঞ্জুরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি ও দাবি আদায় ঐক্য পরিষদ, বরিশাল জেলা শাখামোঃ শামীম হাওলাদার, সভাপতি, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি ও অধিকার আদায় সমন্বয় পরিষদ, গৌরনদী উপজেলা শাখাসুমন চন্দ্র দাস, প্রতিনিধি, পরিবার পরিকল্পনা অধিকার আদায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদএ ছাড়াও অংশ নেন—মোঃ ওয়াসিম জমাদার (FPI), ফাতেমাতুজ জোহুরা (FWV), নিভা রানী মণ্ডল (FWV), হেলেনা সরকার (FWA), রীতা রানী অধিকারী (FWA), আয়শা আক্তার (সাধারণ সম্পাদক, দাবি আদায় ঐক্য পরিষদ, গৌরনদী), মারজান আক্তার লুনা (কোষাধ্যক্ষ, দাবি আদায় ঐক্য পরিষদ, গৌরনদী) প্রমুখ।


































