০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

থানচিতে গণসংহতি আন্দোলনের অফিস উদ্বোধন, পদযাত্রা ও আলোচনা সভা।

থানচিতে গণসংহতি আন্দোলনের অফিস উদ্বোধন, পদযাত্রা ও আলোচনা সভা।

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
“পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই—বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠায়; শ্রমিক–কৃষক, খেটে খাওয়া, নিপীড়িত ও প্রান্তিক মানুষের ন্যায্য হিসাব চাই”—এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের থানচিতে পদযাত্রা ও আলোচনা সভা এবং অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৭ ডিসেম্বর) দুপুরে গণসংহতি আন্দোলনের আয়োজনে উপজেলা টিউন হলে এ কর্মসূচি পালিত হয়।

থানচি সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বৈজ্ঞানিক মংসানু পাড়া নব উদ্বোধনকৃত গণসংহতি আন্দোলনের অফিস এলাকা থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়ে কর্মসংস্থান, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকারের দাবিতে স্লোগান দেন। অংশগ্রহণকারীরা ‘মাতাল মার্কা ভোট নয়, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিন’—এ দাবিও তুলে ধরেন।

পদযাত্রা শেষে টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে দীর্ঘদিন ধরে বৈষম্য, বেকারত্ব, মূল্যস্ফীতি এবং প্রান্তিক মানুষের অধিকারহীনতা বেড়েই চলেছে। এই সংকট উত্তরণে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র কাঠামো গঠন জরুরি। বক্তারা আরও বলেন, শ্রমিক-কৃষকের ন্যায্য হিসাব নিশ্চিত করতে হবে, দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হবে এবং জনতার অধিকার আদায়ে জনগণকে আরও সচেতন হতে হবে।

আলোচনা সভায় উপজেলা গণসংহতি আন্দোলন সভাপতি মংসাইং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩০০নং আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী বান্দরবান জেলা নির্বাহী সমন্বয়কারী প্রভাষক রিপন চক্রবর্তীর, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক চিংথোয়াইঅং মারমা, সাবেক উপজেলা যুব সমিতির সভাপতি নুমংপ্রু মারমাসহ গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দসহ স্থানীয় সংগঠক, যুব প্রতিনিধি, নারী অংশগ্রহণকারী ও সাধারণ মানুষ বক্তব্য রাখেন। তারা থানচির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ন্যায্য বাজার ব্যবস্থা ও জীবিকা নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা পুর্বে থানচি উপজেলার গণসংহতি আন্দোলন অফিস উদ্বোধন সম্পন্ন করে পরিবর্তনের পক্ষে জনমতের শক্তি বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০২:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
৩৯ বার পড়া হয়েছে

থানচিতে গণসংহতি আন্দোলনের অফিস উদ্বোধন, পদযাত্রা ও আলোচনা সভা।

আপডেট সময় ০২:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

থানচিতে গণসংহতি আন্দোলনের অফিস উদ্বোধন, পদযাত্রা ও আলোচনা সভা।

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
“পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই—বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠায়; শ্রমিক–কৃষক, খেটে খাওয়া, নিপীড়িত ও প্রান্তিক মানুষের ন্যায্য হিসাব চাই”—এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের থানচিতে পদযাত্রা ও আলোচনা সভা এবং অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৭ ডিসেম্বর) দুপুরে গণসংহতি আন্দোলনের আয়োজনে উপজেলা টিউন হলে এ কর্মসূচি পালিত হয়।

থানচি সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বৈজ্ঞানিক মংসানু পাড়া নব উদ্বোধনকৃত গণসংহতি আন্দোলনের অফিস এলাকা থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়ে কর্মসংস্থান, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকারের দাবিতে স্লোগান দেন। অংশগ্রহণকারীরা ‘মাতাল মার্কা ভোট নয়, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিন’—এ দাবিও তুলে ধরেন।

পদযাত্রা শেষে টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে দীর্ঘদিন ধরে বৈষম্য, বেকারত্ব, মূল্যস্ফীতি এবং প্রান্তিক মানুষের অধিকারহীনতা বেড়েই চলেছে। এই সংকট উত্তরণে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র কাঠামো গঠন জরুরি। বক্তারা আরও বলেন, শ্রমিক-কৃষকের ন্যায্য হিসাব নিশ্চিত করতে হবে, দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হবে এবং জনতার অধিকার আদায়ে জনগণকে আরও সচেতন হতে হবে।

আলোচনা সভায় উপজেলা গণসংহতি আন্দোলন সভাপতি মংসাইং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩০০নং আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী বান্দরবান জেলা নির্বাহী সমন্বয়কারী প্রভাষক রিপন চক্রবর্তীর, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক চিংথোয়াইঅং মারমা, সাবেক উপজেলা যুব সমিতির সভাপতি নুমংপ্রু মারমাসহ গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দসহ স্থানীয় সংগঠক, যুব প্রতিনিধি, নারী অংশগ্রহণকারী ও সাধারণ মানুষ বক্তব্য রাখেন। তারা থানচির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ন্যায্য বাজার ব্যবস্থা ও জীবিকা নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা পুর্বে থানচি উপজেলার গণসংহতি আন্দোলন অফিস উদ্বোধন সম্পন্ন করে পরিবর্তনের পক্ষে জনমতের শক্তি বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।