০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

মাদ‌ক বি‌রোধী আন্দোল‌নের নেতা এনাম তালুকদা‌রকে নি‌য়ে স্বযরন্ত্র নিন্দা প্রতিবাদ

কালেরধারা
  • আপডেট সময় ০৮:১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ৬৫২ বার পড়া হয়েছে

মাদকের বিরুদ্ধে সোচ্চার খাঁঞ্জাপুর অঞ্চলের সমাজকর্মী এনামুল তালুকদারের বিরুদ্ধে মিথ্যা বনানোয়াট ও মিডিয়া-ভিত্তিক সন্ত্রাস চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, খাঁঞ্জাপুর ইউনিয়নের প্রাক্তন মেম্বর ও বিএনপি সাংগঠনিক নেতা আদম আলী তালুকদারের কনিস্টপুত্র ও যুবদল সক্রিয় নেতা এনামুল তালুকদারের বিরুদ্ধে মাদক সিন্ডিকেট নামীয় একটি গোষ্ঠী ভুয়া প্রোপাগান্ডা চালাচ্ছে।

এনামুল তালুকদার জানান, তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম চালিয়ে আসছেন। সম্প্রতি ভুরঘাটা এলাকায় মাদক বিক্রেতা ‘দিদার ফকির’ তাদের ওপর হামলার হুমকি ছাড়ে; এক পর্যায়ে তাদের হত্যা পরিকল্পনার অভিযোগে চাপা‌তি নিয়ে বাড়িতে আসার খবরও পাওয়া যায় বা‌ড়িঘর কোপায় , এই  অপরা‌ধে দিদা‌রের না‌মে  গৌরনদী ম‌ডেল থানায় মামলা হয় ।

তিনি আরও জানান, এ ঘটনাকে কেন্দ্র করে মাদক সিন্ডিকেটের অনুকূলে থাকা কয়েকজন পরিচিত ‘সাংবাদিক’ ও ফেসবুক-ভিডিও করে প্রচার করা লোকজন তার নামে মিথ্যা এবং আজগুবি নিউজ ছড়িয়েছে। রিহ্যাব কমানো চরিত্রের কয়েকজন এবং রনি কাজী নামধারী ওই গোষ্ঠীর পক্ষে কাজ করে বলে তিনি অভিযোগ করেন। এসব প্রকাশনার উদ্দেশ্য হচ্ছে মাদকবিরোধী আন্দোলনকে নীরব করানো ও মাদক পরিবেশন অব্যাহত রাখা।

এবিষ‌য়ে র‌নি কাজী জানান,আমি সংবাদ ২৪ এ কাজ ক‌রি, ওই নারীর অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে সংবাদ প‌রি‌বেশন ক‌রে‌ছি মাত্র । আমি কো‌নো অ‌নৈতিকতার সা‌থে সম্পৃক্ত নই ।

এনামুল তালুকদার এই মিথ্যা প্রতিবেদন নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে সংবাদ‌কে প্রত‌্যাখান করে বলেন, যারা এই কুচক্রীতায় জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা সংস্থার সঠিক তদন্ত ও দৃষ্টিগ্রহণ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

মাদ‌ক বি‌রোধী আন্দোল‌নের নেতা এনাম তালুকদা‌রকে নি‌য়ে স্বযরন্ত্র নিন্দা প্রতিবাদ

আপডেট সময় ০৮:১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

মাদকের বিরুদ্ধে সোচ্চার খাঁঞ্জাপুর অঞ্চলের সমাজকর্মী এনামুল তালুকদারের বিরুদ্ধে মিথ্যা বনানোয়াট ও মিডিয়া-ভিত্তিক সন্ত্রাস চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, খাঁঞ্জাপুর ইউনিয়নের প্রাক্তন মেম্বর ও বিএনপি সাংগঠনিক নেতা আদম আলী তালুকদারের কনিস্টপুত্র ও যুবদল সক্রিয় নেতা এনামুল তালুকদারের বিরুদ্ধে মাদক সিন্ডিকেট নামীয় একটি গোষ্ঠী ভুয়া প্রোপাগান্ডা চালাচ্ছে।

এনামুল তালুকদার জানান, তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম চালিয়ে আসছেন। সম্প্রতি ভুরঘাটা এলাকায় মাদক বিক্রেতা ‘দিদার ফকির’ তাদের ওপর হামলার হুমকি ছাড়ে; এক পর্যায়ে তাদের হত্যা পরিকল্পনার অভিযোগে চাপা‌তি নিয়ে বাড়িতে আসার খবরও পাওয়া যায় বা‌ড়িঘর কোপায় , এই  অপরা‌ধে দিদা‌রের না‌মে  গৌরনদী ম‌ডেল থানায় মামলা হয় ।

তিনি আরও জানান, এ ঘটনাকে কেন্দ্র করে মাদক সিন্ডিকেটের অনুকূলে থাকা কয়েকজন পরিচিত ‘সাংবাদিক’ ও ফেসবুক-ভিডিও করে প্রচার করা লোকজন তার নামে মিথ্যা এবং আজগুবি নিউজ ছড়িয়েছে। রিহ্যাব কমানো চরিত্রের কয়েকজন এবং রনি কাজী নামধারী ওই গোষ্ঠীর পক্ষে কাজ করে বলে তিনি অভিযোগ করেন। এসব প্রকাশনার উদ্দেশ্য হচ্ছে মাদকবিরোধী আন্দোলনকে নীরব করানো ও মাদক পরিবেশন অব্যাহত রাখা।

এবিষ‌য়ে র‌নি কাজী জানান,আমি সংবাদ ২৪ এ কাজ ক‌রি, ওই নারীর অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে সংবাদ প‌রি‌বেশন ক‌রে‌ছি মাত্র । আমি কো‌নো অ‌নৈতিকতার সা‌থে সম্পৃক্ত নই ।

এনামুল তালুকদার এই মিথ্যা প্রতিবেদন নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে সংবাদ‌কে প্রত‌্যাখান করে বলেন, যারা এই কুচক্রীতায় জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা সংস্থার সঠিক তদন্ত ও দৃষ্টিগ্রহণ কামনা করেছেন।