মুলাদী উপজেলার নাজিরপুর সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলা–ভাঙচুর
কালের ধারা নিউজ ডেস্কঃ
বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর এলাকায় নবনির্মিত সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনার অভিযোগ উঠেছে। শনিবার সকালে অনুষ্ঠানে স্থানীয় একটি পক্ষ আকস্মিকভাবে হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি চেয়ার–টেবিলসহ মঞ্চের কিছু অংশ ভাঙচুর করা হয়।
ঘটনার পর স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে হামলার কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা নিয়ে ভিন্নমত পাওয়া গেছে।
এ বিষয়ে মুলাদী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনা তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উদ্বোধন অনুষ্ঠান ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেন, একটি উন্নয়নমূলক কর্মসূচিকে কেন্দ্র করে এমন ন্যক্কারজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক। উন্নয়নধারাকে বাঁচিয়ে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।
ঘটনার বিস্তারিত জানা ও দোষীদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম চলছে।



































