০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

মফস্বল সাংবাদিকতা নিয়ে কিছু কথা – মোস্তফা খান

‌মো: মোস্তফা খান

:আজকের ক্ষমতাবান ব্যক্তি, কাল সে-ও হতে পারে মজলুম!”
একটা সময় সাংবাদিকতার প্রতি অদম্য আগ্রহ ছিল- মনজুড়ে একরাশ স্বপ্ন, কলম হাতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তীব্র ইচ্ছা। পত্রিকার নবায়নকৃত পরিচয়পত্র হাতে পেয়ে যেমন গর্ব অনুভব করতাম, তেমনি অপেক্ষায় থাকতাম- কবে নিজের লেখা প্রতিবেদনটি জাতীয় দৈনিকের পাতায় ছাপা হবে! পরদিন পত্রিকা হাতে নিয়ে নিজের নাম খুঁজে পাওয়ার সে আনন্দ- সেটা ছিল এক অনন্য অনুভূতি, এক অদম্য অনুপ্রেরণা।

কিন্তু সময় বদলেছে। আজ সেই পুরোনো উচ্ছ্বাস কোথায় যেন হারিয়ে গেছে। সাংবাদিকতা এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে “সাংবাদিক” শব্দটিই অনেকে রসিকতার ছলে উচ্চারণ করে “সাং’ঘাতিক” বলে বসে। নিজের প্রিয় পেশাকে নিয়ে এমন ব্যঙ্গ শুনে কষ্ট হয়-কারণ এই পেশার মর্যাদা নষ্ট হলে ক্ষতি আমাদের সবার।

বিশেষ করে মফস্বলের সাংবাদিকতা-এ এক কঠিন লড়াইয়ের নাম। এখানে একজন প্রতিবেদককে একাই সামলাতে হয় উন্নয়ন থেকে অনিয়ম, সংস্কৃতি থেকে অপরাধ- সব ধরনের খবর। বড় পত্রিকার মতো স্টাফ রিপোর্টারদের মধ্যে কাজ ভাগ করা থাকে না। স্পট নিউজের বাইরেও যদি কেউ অনুসন্ধানী রিপোর্ট করতে চায়, তখনই শুরু হয় আসল পরীক্ষার পর্ব। কারণ, সত্য প্রকাশের পথে বাধা আসে প্রভাবশালী ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক বলয়ের দিক থেকে। হজম করতে হচ্ছে প্রভাবশালীর রক্তচক্ষু।

মফস্বল সাংবাদিকের বাড়ি এখানেই, শিকড় এখানেই। যার বিরুদ্ধে খবর হচ্ছে, সেও তার চেনা মানুষ। তাই সত্য তুলে ধরা মানেই অনেক সময় নিজের নিরাপত্তা, সম্মান, এমনকি জীবনের ঝুঁকি পর্যন্ত নেওয়া। তবুও কিছু সাংবাদিক এখনও সাহস নিয়ে কলম ধরেন-কারণ তারা বিশ্বাস করেন, সত্য বলা কখনো অপরাধ নয়।
তাই আমার অনুরোধ থাকবে- যদি কোনো সাংবাদিকের প্রতিবেদন আজ আপনার পছন্দ না হয়, বা আপনার বিপক্ষে যায়, তবু সেটি সহনশীলতার সঙ্গে গ্রহণ করুন। মনে রাখবেন, আজ আপনি ক্ষমতাবান, কাল হয়তো নাও থাকতে পারেন। তখন সেই সাংবাদিকই হয়তো আপনার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লিখবেন।

সাংবাদিকতা কেবল খবর লেখা নয়, এটা সময়ের সাক্ষী হয়ে দাঁড়ানো এক নির্ভীক যাত্রা। এই যাত্রাপথকে সম্মান দিন-কারণ, কলমের শক্তি যতটা ভয়ঙ্কর, ততটাই মানবিকও হতে পারে।

*******
মো. মোস্তফা খান
সংবাদকর্মী
সাবেক সভাপতি, রায়পুরা প্রেসক্লাব, নরসিংদী

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১১:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৪৩ বার পড়া হয়েছে

মফস্বল সাংবাদিকতা নিয়ে কিছু কথা – মোস্তফা খান

আপডেট সময় ১১:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

:আজকের ক্ষমতাবান ব্যক্তি, কাল সে-ও হতে পারে মজলুম!”
একটা সময় সাংবাদিকতার প্রতি অদম্য আগ্রহ ছিল- মনজুড়ে একরাশ স্বপ্ন, কলম হাতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তীব্র ইচ্ছা। পত্রিকার নবায়নকৃত পরিচয়পত্র হাতে পেয়ে যেমন গর্ব অনুভব করতাম, তেমনি অপেক্ষায় থাকতাম- কবে নিজের লেখা প্রতিবেদনটি জাতীয় দৈনিকের পাতায় ছাপা হবে! পরদিন পত্রিকা হাতে নিয়ে নিজের নাম খুঁজে পাওয়ার সে আনন্দ- সেটা ছিল এক অনন্য অনুভূতি, এক অদম্য অনুপ্রেরণা।

কিন্তু সময় বদলেছে। আজ সেই পুরোনো উচ্ছ্বাস কোথায় যেন হারিয়ে গেছে। সাংবাদিকতা এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে “সাংবাদিক” শব্দটিই অনেকে রসিকতার ছলে উচ্চারণ করে “সাং’ঘাতিক” বলে বসে। নিজের প্রিয় পেশাকে নিয়ে এমন ব্যঙ্গ শুনে কষ্ট হয়-কারণ এই পেশার মর্যাদা নষ্ট হলে ক্ষতি আমাদের সবার।

বিশেষ করে মফস্বলের সাংবাদিকতা-এ এক কঠিন লড়াইয়ের নাম। এখানে একজন প্রতিবেদককে একাই সামলাতে হয় উন্নয়ন থেকে অনিয়ম, সংস্কৃতি থেকে অপরাধ- সব ধরনের খবর। বড় পত্রিকার মতো স্টাফ রিপোর্টারদের মধ্যে কাজ ভাগ করা থাকে না। স্পট নিউজের বাইরেও যদি কেউ অনুসন্ধানী রিপোর্ট করতে চায়, তখনই শুরু হয় আসল পরীক্ষার পর্ব। কারণ, সত্য প্রকাশের পথে বাধা আসে প্রভাবশালী ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক বলয়ের দিক থেকে। হজম করতে হচ্ছে প্রভাবশালীর রক্তচক্ষু।

মফস্বল সাংবাদিকের বাড়ি এখানেই, শিকড় এখানেই। যার বিরুদ্ধে খবর হচ্ছে, সেও তার চেনা মানুষ। তাই সত্য তুলে ধরা মানেই অনেক সময় নিজের নিরাপত্তা, সম্মান, এমনকি জীবনের ঝুঁকি পর্যন্ত নেওয়া। তবুও কিছু সাংবাদিক এখনও সাহস নিয়ে কলম ধরেন-কারণ তারা বিশ্বাস করেন, সত্য বলা কখনো অপরাধ নয়।
তাই আমার অনুরোধ থাকবে- যদি কোনো সাংবাদিকের প্রতিবেদন আজ আপনার পছন্দ না হয়, বা আপনার বিপক্ষে যায়, তবু সেটি সহনশীলতার সঙ্গে গ্রহণ করুন। মনে রাখবেন, আজ আপনি ক্ষমতাবান, কাল হয়তো নাও থাকতে পারেন। তখন সেই সাংবাদিকই হয়তো আপনার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লিখবেন।

সাংবাদিকতা কেবল খবর লেখা নয়, এটা সময়ের সাক্ষী হয়ে দাঁড়ানো এক নির্ভীক যাত্রা। এই যাত্রাপথকে সম্মান দিন-কারণ, কলমের শক্তি যতটা ভয়ঙ্কর, ততটাই মানবিকও হতে পারে।

*******
মো. মোস্তফা খান
সংবাদকর্মী
সাবেক সভাপতি, রায়পুরা প্রেসক্লাব, নরসিংদী