দুর্নীতির সংবাদ প্রকাশ করায় জিডি, ডিইউজের নিন্দা ও প্রতিবাদ
- আপডেট সময় ০৯:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
সংবাদ প্রকাশের জেরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক নয়া দিগন্ত–এর সিনিয়র রিপোর্টার শামছুল ইসলামের বিরুদ্ধে নেত্রকোনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) এবং বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বনানী বিশ্বাস কর্তৃক সাধারণ ডায়েরি (জিডি) করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ শুক্রবার এক বিবৃতিতে ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন—
সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে শামছুল ইসলাম তার সংবাদ প্রকাশ করেছেন। সেই প্রতিবেদনের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী প্রতিবাদ জানানোর পরিবর্তে বনানী বিশ্বাস গত ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় জিডি করেন, যা অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে এই জিডি প্রত্যাহারের দাবি জানান।
প্রসঙ্গত, সাংবাদিক শামছুল ইসলাম জানান—
“ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশের পর প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে নেত্রকোনার ডিসি পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসনে ন্যস্ত করা হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। প্রতিহিংসার বশবর্তী হয়ে বনানী বিশ্বাস ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির উদ্দেশ্যে এই জিডি করেছেন। এতে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ।”
ডিইউজে নেতৃবৃন্দ বলেন—
সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনার ন্যায্য বিচার না হওয়ায় দায়মুক্তির সংস্কৃতি তৈরি হচ্ছে। সংবাদ প্রকাশ একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব; দায়িত্ব পালনের জন্য তাকে ভয়ভীতি বা হয়রানির শিকার হতে দেওয়া যায় না। বনানী বিশ্বাসের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তার প্রত্যাহার প্রমাণ করে, অভিযোগের প্রাথমিক সত্যতা ছিল।
ডিইউজে নেতারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
বার্তা প্রেরক:
ইকবাল মজুমদার তৌহিদ
দফতর সম্পাদক, ডিইউজে
📞 ০১৮৬৬৬৬৭৭৭৬


















