গৌরনদীতে ধারালো অস্ত্রসহ ব্যক্তি গ্রেপ্তার: নির্বাহী অফিসারের কক্ষে
- আপডেট সময় ০৩:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
গৌরনদীতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কক্ষে ধারালো দেশীয় অস্ত্রসহ প্রবেশকারী এক ব্যক্তিকে আটক করে পরে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের স্টাফ, দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য এবং সহকারী ইউএনও নুপুর আক্তারের দ্রুত তৎপরতায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পায় প্রশাসন ও জনগণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে এক যুবক দেশীয় ধারালো অস্ত্র লুকিয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্যদের সন্দেহ হলে তিনি যুবককে থামানোর নির্দেশ দেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে সহকারী ইউএনও নুপুর আক্তার এগিয়ে এসে অফিস স্টাফদের সহযোগিতায় তাকে নিয়ন্ত্রণে আনেন এবং তার কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি বাড়ানো হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
























