০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কালেরধারা
  • আপডেট সময় ০৫:১৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ৮৯ বার পড়া হয়েছে

0-0x0-0-0-{}-0-0#

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল পর্যন্ত চলা এই সমাবেশে শিক্ষা পরিবেশের উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট কামরুল ইসলাম সজল। তিনি শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও আধুনিক শিক্ষা অর্জনে অভিভাবক এবং শিক্ষকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মাসুদ মোর্শেদ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া, এবং চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আকবার হোসেন মোল্লা। তারা প্রত্যেকে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও বিদ্যালয়ের মানোন্নয়নে প্রশাসন ও অভিভাবকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তব্যে বক্তারা বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম, পাঠদানের গুণগত মান বৃদ্ধি, সুশিক্ষা ও নৈতিকতার বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশ শেষে শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আপডেট সময় ০৫:১৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল পর্যন্ত চলা এই সমাবেশে শিক্ষা পরিবেশের উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট কামরুল ইসলাম সজল। তিনি শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও আধুনিক শিক্ষা অর্জনে অভিভাবক এবং শিক্ষকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মাসুদ মোর্শেদ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া, এবং চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আকবার হোসেন মোল্লা। তারা প্রত্যেকে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও বিদ্যালয়ের মানোন্নয়নে প্রশাসন ও অভিভাবকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তব্যে বক্তারা বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম, পাঠদানের গুণগত মান বৃদ্ধি, সুশিক্ষা ও নৈতিকতার বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশ শেষে শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।