০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

বরিশালে দলের কার্যলয় উদ্বোধন করেন- শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক।

কালেরধারা
  • আপডেট সময় ০২:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ২৯ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির, শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি তিনি নিজ দলীয় নেতা–কর্মীদের সাংগঠনিকভাবে আরও সুসংহত ও শক্তিশালী করতে ধারাবাহিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছেন।মঙ্গলবার দুপুরে বরিশালের বরিশালে বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বরিশালে বিভিন্ন  এলাকায় গণসংযোগ, পথসভা ও কর্মী সমাবেশে অংশ নিয়ে আল্লামা মামুনুল হক বলেন, “দেশের সংকটময় মুহূর্তে জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় খেলাফত মজলিশ অতীতের মতো এবারও জনগণের পাশে থাকবে।”তিনি আরও বলেন, সংগঠনের মাঠপর্যায়ের নেতাকর্মীদের কেন্দ্রভিত্তিক প্রচারণা জোরদার করতে হবে। ভোটারদের কাছে ইসলামের ন্যায়নীতি, সুশাসন ও জনগণের অধিকার আদায়ের অঙ্গীকার তুলে ধরতে হবে।এ সময় বরিশাল জেলার বিভিন্ন উপজেলার খেলাফত মজলিশ নেতৃবৃন্দ উপস্থিত থেকে আমিরকে স্বাগত জানান এবং নির্বাচনী কার্যক্রম সফল করতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।দলীয় সূত্র জানায়, নির্বাচনী এলাকায় আমিরের আগমন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। মাঠ পর্যায়ে প্রচারণা এবং সংগঠনের কাঠামো শক্তিশালী করার মাধ্যমে বরিশাল অঞ্চলে উপস্থিতি আরও দৃঢ় করতে চায় খেলাফত মজলিশ।

নিউজটি শেয়ার করুন

বরিশালে দলের কার্যলয় উদ্বোধন করেন- শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক।

আপডেট সময় ০২:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

বরিশাল প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির, শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি তিনি নিজ দলীয় নেতা–কর্মীদের সাংগঠনিকভাবে আরও সুসংহত ও শক্তিশালী করতে ধারাবাহিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছেন।মঙ্গলবার দুপুরে বরিশালের বরিশালে বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বরিশালে বিভিন্ন  এলাকায় গণসংযোগ, পথসভা ও কর্মী সমাবেশে অংশ নিয়ে আল্লামা মামুনুল হক বলেন, “দেশের সংকটময় মুহূর্তে জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় খেলাফত মজলিশ অতীতের মতো এবারও জনগণের পাশে থাকবে।”তিনি আরও বলেন, সংগঠনের মাঠপর্যায়ের নেতাকর্মীদের কেন্দ্রভিত্তিক প্রচারণা জোরদার করতে হবে। ভোটারদের কাছে ইসলামের ন্যায়নীতি, সুশাসন ও জনগণের অধিকার আদায়ের অঙ্গীকার তুলে ধরতে হবে।এ সময় বরিশাল জেলার বিভিন্ন উপজেলার খেলাফত মজলিশ নেতৃবৃন্দ উপস্থিত থেকে আমিরকে স্বাগত জানান এবং নির্বাচনী কার্যক্রম সফল করতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।দলীয় সূত্র জানায়, নির্বাচনী এলাকায় আমিরের আগমন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। মাঠ পর্যায়ে প্রচারণা এবং সংগঠনের কাঠামো শক্তিশালী করার মাধ্যমে বরিশাল অঞ্চলে উপস্থিতি আরও দৃঢ় করতে চায় খেলাফত মজলিশ।