বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়ন নেতাকর্মীদের পুর্ণ বিবেচনা করার দাবী
- আপডেট সময় ০১:৪৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
বরিশাল প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবীতে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত দলীয় নেতা–কর্মীরা ঐক্যবদ্ধ কণ্ঠে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে মনোনয়ন দেওয়ার জন্য চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আকুল আবেদন জানান। মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান তার বক্তব্যে আবেগাপ্লুত হয়ে তার সমার্থক উদ্দেশ্য করে বলেন ,বিএনপির প্রতি ভালোবাসা ও ন্যায়বিচারের পথে থাকার কারণেই আমাকে বারবার মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। সেই সব আঘাতের যন্ত্রণা আজও আমাকে ঘুমাতে দেয় না। তবুও দলের কঠিন সময়ে নেতা–কর্মীদের পাশে থেকেছি এখনও আছি এবং ভবিষ্যৎ সব সময় জনগণের দোরগোড়ায় থাকব, বিগতদিনে দলের প্রতিটি আন্দোলনে সক্রিয় ভুমিকায় ছিলাম।”তিনি আরও বলেন,“ আমি বেশি দিন বাঁচবো না। আমার শেষ ইচ্ছা ছিল গৌরনদী–আগৈলঝাড়ার মানুষকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও সম্প্রীতির সমাজ গড়ে দেওয়া; যেখানে হিন্দু–মুসলিমসহ সব ধর্মের মানুষ ভেদাভেদ ভুলে একসঙ্গে বসবাস করবে। এবং গৌরনদী ও আগৈলঝাড়া দলের প্রতি ধারু জনবান্ধব রুপে সাজিয়ে একটি আদর্শে সামাজিক বন্ধন গরে তুলে শহীদ রাস্ট্রপ্রতি জিয়াউর রহমান সপ্নকে বাস্তবায়ন করা।সমাবেশে বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানশুধু একজন জনপ্রিয় নেতা নন, তিনি দুই উপজেলার তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের কাছে নিবেদিতপ্রাণ একজন ত্যাগী কর্মী। তার নেতৃত্বে এলাকায় গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের নতুন দিগন্ত খুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। স্থানীয় নেতৃবৃন্দ উল্লেখ করেন, তৃণমূলের দাবি এখন একটিই—বরিশাল-১ আসনে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা এই ত্যাগী নেতাকে মনোনয়ন দিয়ে তার যোগ্যতার স্বীকৃতি দেওয়া।সমাবেশ শেষে বিএনপির শতাধিক কর্মী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের পক্ষে স্লোগান দিয়ে এলাকায় নির্বাচনী উচ্ছ্বাস ছড়িয়ে দেন।


























