০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

সরকারী গৌরনদী কলেজে পদোন্নতির দাবিতে প্রভাষকদের মানববন্ধন।

কালেরধারা
  • আপডেট সময় ১২:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ৭০ বার পড়া হয়েছে

নাসির উদ্দিন সৈকতঃ পদোন্নতি-সংক্রান্ত বিভিন্ন দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা দেশব্যাপী যে কর্মসূচি পালন করছেন, সরকারি গৌরনদী কলেজে সহ সারাদেশে  পাঠদান স্থবির, শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ কয়েক দিন ধরে সরকারি কলেজগুলোতে পাঠদান কার্যত স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে পদোন্নতির সুস্পষ্ট কাঠামো না থাকা, প্রশাসনিক জটিলতা, নতুন পদ সৃষ্টি না হওয়া এবং ১০ থেকে ১৫ বছর একই পদে চাকরি করে বেতন-ভাতা ও মর্যাদাগত বৈষম্য– এসব কারণে ক্ষুব্ধ হয়ে কর্মসূচিতে নেমেছেন প্রভাষকরা।

গতকাল মঙ্গলবারও রাজধানীসহ দেশের প্রায় সব জেলা সদর, সরকারি কলেজ প্রাঙ্গণ এবং শিক্ষা প্রতিষ্ঠানসংলগ্ন বিভিন্ন সড়কে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও প্রতীকী বিক্ষোভে অংশ নেন তারা।

রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মানববন্ধনে অংশ নেওয়া প্রভাষকরা ‘সময়বদ্ধ পদোন্নতি চাই’, ‘অবহেলার অবসান হোক’, ‘শিক্ষক বঞ্চিত হলে শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়ান। বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অচলাবস্থা ও প্রশাসনিক জটিলতার কারণেই প্রভাষকদের ন্যায্য পদোন্নতি বছরের পর বছর আটকে আছে।

প্রভাষকদের অভিযোগ, দেশের ৩৪০টির বেশি সরকারি কলেজে হাজারো শিক্ষক এক দশকেরও বেশি সময় ধরে একই পদে চাকরি করছেন। এতে তাদের আর্থিক সুবিধা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি পেশাগত মানও বাধাগ্রস্ত হচ্ছে।

তারা জানান, দাবি না মানা হলে ধর্মঘটসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণার বিকল্প থাকবে না। এতে সরকারি কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম আরও বেশি ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ধারাবাহিক আন্দোলনের ফলে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস বন্ধ থাকায় তাদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা। আগামী পরীক্ষা ও পাঠসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রভাষকরা দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ফিরিয়ে আনার জন্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

সরকারী গৌরনদী কলেজে পদোন্নতির দাবিতে প্রভাষকদের মানববন্ধন।

আপডেট সময় ১২:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

নাসির উদ্দিন সৈকতঃ পদোন্নতি-সংক্রান্ত বিভিন্ন দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা দেশব্যাপী যে কর্মসূচি পালন করছেন, সরকারি গৌরনদী কলেজে সহ সারাদেশে  পাঠদান স্থবির, শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ কয়েক দিন ধরে সরকারি কলেজগুলোতে পাঠদান কার্যত স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে পদোন্নতির সুস্পষ্ট কাঠামো না থাকা, প্রশাসনিক জটিলতা, নতুন পদ সৃষ্টি না হওয়া এবং ১০ থেকে ১৫ বছর একই পদে চাকরি করে বেতন-ভাতা ও মর্যাদাগত বৈষম্য– এসব কারণে ক্ষুব্ধ হয়ে কর্মসূচিতে নেমেছেন প্রভাষকরা।

গতকাল মঙ্গলবারও রাজধানীসহ দেশের প্রায় সব জেলা সদর, সরকারি কলেজ প্রাঙ্গণ এবং শিক্ষা প্রতিষ্ঠানসংলগ্ন বিভিন্ন সড়কে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও প্রতীকী বিক্ষোভে অংশ নেন তারা।

রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মানববন্ধনে অংশ নেওয়া প্রভাষকরা ‘সময়বদ্ধ পদোন্নতি চাই’, ‘অবহেলার অবসান হোক’, ‘শিক্ষক বঞ্চিত হলে শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়ান। বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অচলাবস্থা ও প্রশাসনিক জটিলতার কারণেই প্রভাষকদের ন্যায্য পদোন্নতি বছরের পর বছর আটকে আছে।

প্রভাষকদের অভিযোগ, দেশের ৩৪০টির বেশি সরকারি কলেজে হাজারো শিক্ষক এক দশকেরও বেশি সময় ধরে একই পদে চাকরি করছেন। এতে তাদের আর্থিক সুবিধা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি পেশাগত মানও বাধাগ্রস্ত হচ্ছে।

তারা জানান, দাবি না মানা হলে ধর্মঘটসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণার বিকল্প থাকবে না। এতে সরকারি কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম আরও বেশি ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ধারাবাহিক আন্দোলনের ফলে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস বন্ধ থাকায় তাদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা। আগামী পরীক্ষা ও পাঠসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রভাষকরা দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ফিরিয়ে আনার জন্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।