ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু
- আপডেট সময় ০৯:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
নাসির উদ্দিন সৈকত :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জনাব মেহেদী হাসান রাসেল। আজ বুধবার বার্থী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল-১ আসনে প্রার্থী মো. রাসেল সরদার (মেহেদী): এক বহুমাত্রিক সমাজসেবক ও সফল উদ্যোক্তা
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. রাসেল সরদার (মেহেদী) তাঁর নানামুখী কর্মময় জীবন, মানবসেবামূলক উদ্যোগ এবং সফল উদ্যোক্তা পরিচয়ের মাধ্যমে এলাকায় ইতোমধ্যেই একজন গ্রহণযোগ্য ও পরিচিত মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন।
১৯৮৫ সালের ১৫ মে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা রাসেল সরদার মেহেদী—পিতা মরহুম আব্দুস গনি সরদার এবং মাতা মোসা. সেফালী বেগমের যোগ্য সন্তান হিসেবে শিক্ষাজীবন শেষে নিজেকে নিয়োজিত করেন শিক্ষা, সমাজসেবা, ব্যবসা ও রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে।
শিক্ষাক্ষেত্রে কর্মজীবন ও অবদান
রাসেল সরদার তাঁর কর্মজীবন শুরু করেন ঢাকার মোহাম্মদপুরের জামিআ মোহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে। পরবর্তীতে তিনি আগৈলঝাড়ার বাগধায় প্রতিষ্ঠা করেন ইকুরা ইসলামিক ক্যাডেট স্কুল, যেখানে তিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠাটি বারবার উপজেলার ‘শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান’ হিসেবে স্বীকৃতি লাভ করে।
চিকিৎসা সেবায় উদ্যোগ
গণমানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি প্রতিষ্ঠা করেন পয়সারহাট আদর্শ জেনারেল হাসপাতাল, যা স্থানীয় স্বাস্থ্যসেবায় বিশেষ ভূমিকা রেখে চলেছে।
উদ্যোক্তা ও ব্যবসা ক্ষেত্রে সফলতা
শিক্ষা ও সমাজসেবার পাশাপাশি তিনি মৎস্য চাষে যুক্ত হয়ে গড়ে তোলেন কয়েকটি সফল প্রতিষ্ঠান—
পদ্মা ফিড মিল, বড় মাগরা, আগৈলঝাড়া
যমুনা ফিস হ্যাচারী, বারপাইকা — যা ২০২৫ সালে দেশসেরা হিসেবে জাতীয় স্বর্ণপদক অর্জন করে।
এ স্বর্ণপদক তাঁকে প্রদান করেন তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
এছাড়া তিনি বরিশাল জোনের একুয়া কালচার ডেভলপমেন্ট টিমের সভাপতি এবং সরদার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী।
রাজনীতিতে আদর্শিক যাত্রা
আধ্যাত্মিক ও চারিত্রিক উন্নতির উদ্দেশ্যে তিনি উপমহাদেশের বরেণ্য আলেম, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম রহ.-এর কাছে বাইয়াত গ্রহণ করেন।
আদর্শিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে তিনি যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশে এবং বর্তমানে আগৈলঝাড়া উপজেলা সভাপতি ও বরিশাল জেলা শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনগণের উদ্দেশে অঙ্গীকার
মো. রাসেল সরদার (মেহেদী) বলেন—
“আসুন! আমরা যদি বরিশাল-১ গৌরনদী-আগৈলঝাড়া আসনে বিজয় অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ে তুলবো।”
বহুমাত্রিক গুণের অধিকারী এই শিক্ষাবিদ, সমাজসেবক, উদ্যোক্তা ও রাজনীতিবিদ এলাকার মানুষের মাঝে ইতোমধ্যেই আশার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।
বরিশাল-১ আসনে পরিবর্তনের রাজনীতি ও সুশাসনের প্রত্যাশায় তার প্রতি দৃষ্টি এখন সাধারণ মানুষের।
সকালে বার্থী ইউনিয়নের মাদরাসা, স্কুল ও কলেজ পরিদর্শনকালে শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এসময় শিক্ষাখাতে উন্নয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে যুবসমাজকে সচেতন করা এবং এলাকার অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরেন প্রার্থী মেহেদী হাসান রাসেল।
তিনি বলেন, “গৌরনদী-আগৈলঝাড়ার মানুষের সেবা করা আমার অঙ্গীকার। শিক্ষা, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাই হবে আমার প্রধান কাজ।”
প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণের উপস্থিতি প্রচুর ছিল। এলাকাবাসীরা নির্বাচনী মাঠে নতুন উদ্যমে প্রচারণার শুরুকে স্বাগত জানান।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বার্থী ইউনিয়নে নির্বাচনী উত্তাপ আরও বাড়ছে বলে জানান স্থানীয়রা।


























