১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।
- আপডেট সময় ১১:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: সুবির ঘোষ।
আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে
আজ ১২ নভেম্বর রোজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় শালিখা উপজেলা আড়পাড়া ডিগ্রী কলেজের সামনে থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি স্লোগানের মাধ্যমে শুরু করেন।
আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই।হই হই রই রই আওয়ামী লীগ গেলি কই,এক্সান এক্সান ডাইরেক্ট একশান ছাত্রদলের একশান ডাইরেক্ট একশান যুবদলের একশান ডাইরেক্ট একশান।আরো বলেন,শালিখা উপজেলা ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ,কামাল ভাই ও নয়ন ভাইয়ের মনোবল, ছাত্রদল, ছাত্রদল, তারেক জিয়ার মনোবল ছাত্রদল ছাত্রদল তারেক জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই। এই স্লোগানের মাধ্যমে আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে, বিএনপির কার্যালয়ের সামনে মিছিলটি সমাপ্তি ঘোষনা করেন।এ সময় প্রতিবাদের নেতৃত্ব ছিলেন,শালিখা উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজায়েত হোসেন সজিব,সদস্য সচিব তিতাস বিশ্বাস,উপজেলা আড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন,উপজেলা সাবেক কৃষক দলের সদস্য সচিব তুহিন মুন্সি,যুবদল নেতা মহাসিন মোল্লা, যুবদলের সদস্য
আব্দুল্লাহ ঢালী,আড়পাড়া ডিগ্রী কলেজ এর সভাপতি মিরাজ হাসান,আড়পাড়া ডিগ্রী কলেজ এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সিংড়া বিহারীলাল কলেজ এর সভাপতি মোহাম্মদ ইব্রাহিম,আশিকুল বিশ্বাস,আকাশ মুন্সি, শাকিব হাসান, নাফিউর রহমান,শতখালি ইউনিয়ন ছাত্রদলের সদস্য তিতাস,অঞ্জন,সৈকত,নাহিম,আসিফ,প্রমুখ।




















