বরিশাল-১ আসনে ট্রাক মার্কার প্রার্থী ইলিয়াস মিয়া: ‘জনতার অধিকার আমাদের অঙ্গীকার’
- আপডেট সময় ০১:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
গৌরনদী-আগৈলঝাড়া প্রতিনিধি: জনতার অধিকার আমাদের অঙ্গীকার এই মূলমন্ত্রকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মোঃ ইলিয়াস মিয়া।
২০১৮ সালের আলোচিত কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা তরুণ এই রাজনীতিক ছিলেন জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের অন্যতম ফ্রন্টলাইন যোদ্ধা। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।নির্বাচনী মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ জোরদার করেছেন তিনি। শহর–নগর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত চলছে গণসংযোগ। প্রচারণায় ব্যবহার করছেন প্রতীক ‘ট্রাক মার্কা’, যার অঙ্গীকার— জনতার অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র-ন্যায়বিচার নিশ্চিত করা।
স্থানীয় পর্যায়ে প্রার্থীকে শক্তিশালীভাবে পরিচিত করতে কাজ করছে গৌরনদী পৌর শাখা গণঅধিকার পরিষদ।শাখার আহবায়ক মোঃ জহিরুল ইসলাম বলেন,গণমানুষের রাজনীতি ফিরে পেতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইলিয়াস ভাই তরুণদের আশা ও পরিবর্তনের প্রতীক। আমরা ট্রাক মার্কায় বিপুল ভোটে তাঁকে বিজয়ী করতে বদ্ধপরিকর।”আসন্ন নির্বাচনে বরিশাল-১ আসনে ভোটারদের সামনে নতুন নেতৃত্বের বার্তা নিয়ে হাজির হয়েছেন ইলিয়াস মিয়া।তার প্রতিশ্রুতি—গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষাই হবে আমার প্রথম দায়িত্ব।”



















