০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

বরিশালের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত গৌরনদী মডেল থানার মো. সাইফুল ইসলাম

কালেরধারা
  • আপডেট সময় ০৩:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

কালের ধারা অনলাইনঃ

সামগ্রিক কর্মদক্ষতা, সততা ও পেশাগত সফলতার স্বীকৃতি হিসেবে বরিশাল জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানায় কর্মরত উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম। চলতি বছরের সেপ্টেম্বর মাসের সাফল্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

এ উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনের পক্ষে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন গৌরনদী-আগৈলঝাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি এবং গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশের দায়িত্ব পালন, নিষ্ঠা, সততা এবং জনসেবায় বিশেষ অবদান রাখায় এই সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, এসআই সাইফুল ইসলামের এই অর্জন গৌরনদী মডেল থানার জন্য এক গর্বের বিষয়। তাঁর কর্মদক্ষতা ভবিষ্যতেও সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন তারা।

উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলামকে সম্মাননা প্রদান নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

বরিশালের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত গৌরনদী মডেল থানার মো. সাইফুল ইসলাম

আপডেট সময় ০৩:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

কালের ধারা অনলাইনঃ

সামগ্রিক কর্মদক্ষতা, সততা ও পেশাগত সফলতার স্বীকৃতি হিসেবে বরিশাল জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানায় কর্মরত উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম। চলতি বছরের সেপ্টেম্বর মাসের সাফল্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

এ উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনের পক্ষে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন গৌরনদী-আগৈলঝাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি এবং গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশের দায়িত্ব পালন, নিষ্ঠা, সততা এবং জনসেবায় বিশেষ অবদান রাখায় এই সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, এসআই সাইফুল ইসলামের এই অর্জন গৌরনদী মডেল থানার জন্য এক গর্বের বিষয়। তাঁর কর্মদক্ষতা ভবিষ্যতেও সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন তারা।

উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলামকে সম্মাননা প্রদান নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।