ইউনিয়ন ছাত্র দলের ওয়াংলর্ড পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটির তালিকা
- আপডেট সময় ০১:০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ইউনিয়ন ছাত্র দলের ওয়াংলর্ড পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটির তালিকা উপজেলা ংছাত্র দলের নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলা ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত এ কার্যক্রমে ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সংগঠনের তৃণমূলকে আরও শক্তিশালী করা, যোগ্য নেতৃত্ব নির্বাচন, এবং আগামী দিনের সাংগঠনিক কর্মকৌশল জোরদার করতেই এই তালিকা হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নেতৃবৃন্দ বলেন, ওয়ার্ড কমিটি হলো ছাত্রদলের প্রাণ—এই কমিটিগুলো সুসংগঠিত হলে ইউনিয়ন থেকে উপজেলা, জেলা পর্যন্ত সংগঠন আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটি দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও ঐক্যের সঙ্গে দলীয় কার্যক্রমকে সামনে এগিয়ে নেবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী দিনে ছাত্রদলের সকল সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



















