০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

মাঠে আছি, মাঠেই থাকবো — ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান

কালেরধারা
  • আপডেট সময় ১২:১৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আঃ সোবহান।  বরিশাল-১ গৌরনদী-আগৈলঝাড়া আসনের আগাম নির্বাচনকে সামনে রেখে মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড আরও বেগবান করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার নিজ বাসভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি দলীয় নেতা–কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে ঘিরে করণীয় স্পষ্ট করেন।সভায় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রার্থীকে সার্বিক সমর্থন জানান। ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন মাঠে আছি, মাঠে থাকবো। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করবো।”তিনি আরও উল্লেখ করেন, দলের কর্মসূচি শক্তিশালী করা, নেতাকর্মীদের নিরাপদে সাংগঠনিক কার্যক্রম করতে সহায়তা করা এবং তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগই হবে তাঁর প্রধান লক্ষ্য।

মতবিনিময় সভায় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে তাঁকে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এবং তৃণমূলে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কথা তুলে ধরেন।

শেষে দোয়া-মাহফিলের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

মাঠে আছি, মাঠেই থাকবো — ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান

আপডেট সময় ১২:১৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টারঃ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আঃ সোবহান।  বরিশাল-১ গৌরনদী-আগৈলঝাড়া আসনের আগাম নির্বাচনকে সামনে রেখে মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড আরও বেগবান করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার নিজ বাসভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি দলীয় নেতা–কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে ঘিরে করণীয় স্পষ্ট করেন।সভায় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রার্থীকে সার্বিক সমর্থন জানান। ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন মাঠে আছি, মাঠে থাকবো। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করবো।”তিনি আরও উল্লেখ করেন, দলের কর্মসূচি শক্তিশালী করা, নেতাকর্মীদের নিরাপদে সাংগঠনিক কার্যক্রম করতে সহায়তা করা এবং তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগই হবে তাঁর প্রধান লক্ষ্য।

মতবিনিময় সভায় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে তাঁকে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এবং তৃণমূলে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কথা তুলে ধরেন।

শেষে দোয়া-মাহফিলের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।