কালকিনি পৌর প্রশাসকের উদ্যোগে প্রতিবন্ধী ইনু শিকদারকে হুইলচেয়ার প্রদান
- আপডেট সময় ০৭:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
আবির হাসান পারভেজ,মাদারীপুরঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভায় মানবিক একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন পৌর প্রশাসক সাইফ-উল আরেফীন। পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের শারীরিক প্রতিবন্ধী ও অসহায় বাসিন্দা ইনু শিকদারের পাশে দাঁড়িয়ে তাকে একটি হুইলচেয়ার প্রদান করেন তিনি। সোমবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস, সহকারী প্রকৌশলী মো. রাকিব হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা রনজিত কুমার সরকারসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
হুইলচেয়ার পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে ইনু শিকদার বলেন, “আগে অন্যের সাহায্য ছাড়া কোথাও যেতে পারতাম না। এখন নিজেই চলতে পারব। পৌরসভার এই উপহার আমার কাছে নতুন জীবনের মতো মনে হচ্ছে।”
পৌর প্রশাসক সাইফ-উল আরেফীন বলেন, “সকল নাগরিকের জীবনমান উন্নয়নই আমাদের দায়িত্ব। অসহায়-প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো মানবতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
পৌরসভার এই মানবিক উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত প্রশংসার সঙ্গে গ্রহণ করেছেন। স্থানীয়দের মতে, এই ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালায়।























