নবনির্বাচিত কৃষক দল এর প্রার্থী গনকে ফুলের সংবর্ধনা,মাগুরায়।
- আপডেট সময় ০১:০০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: সুবির ঘোষ।
গতকাল ১৭ই নভেম্বর(২০২৫)ইংরেজি রোজ সোমবার রাত্রি ৮ টার সময় মাগুরা পৌর বিএনপির কার্যালয়ে,জেলা,ও থানা,এবং পৌর কৃষক দল এর নবনির্বাচিত,প্রার্থী গনকে,ফুল দিয়ে বরণ করে নিলেন,জেলা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান,(কিজিল)-জেলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল হক(উৎপল)-জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম,ও উনারা বললেন,দীর্ঘজীবী হও এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করো,তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,তারেক রহমানের হাত শক্তিশালী হবে। নব নির্বাচিত প্রার্থীগন জেলা কৃষক দল এর,যুগ্ন সাধারন সম্পাদক মো: কবির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক লিটন শেখ,সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। সহ ক্রীড়া সম্পাদক ইমাম হাসান।
২.সদর থানা কৃষক দল এর,আহবায়ক রিফাতুল ইসলাম রায়হান, সদস্য সচিব মো:দাউদ হোসাইন।
৩.পৌর কৃষক দলের যুগ্ন আহবায়ক মো:ইসলাম হোসেন।
আরও উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো:উজির আলী মুন্সি, পৌরসভা ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো:শওকত হোসেন,বাঁশি, জেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মো:কবির হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু খান,২নং পৌর বিএনপি’র সদস্য সেলিম আর্মি,প্রমুখ।




















