বাবুগঞ্জে রবিশস্যের প্রণোদনা পেয়েছেন আড়াই হাজার কৃষক
মৌসুম শুরুর আগেই বীজ ও সার পেয়ে উচ্ছ্বসিত কৃষক
- আপডেট সময় ১০:৫৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৫৬ বার পড়া হয়েছে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার কৃষক ফজলুল রহমান বেজায় খুশি। এবার মৌসুম শুরু আগেই তিনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছেন সরিষা বীজ এবং সার। উপজেলা কৃষি অফিস থেকে এর আগেও তিনি আমন ধানের বীজ পেয়েছিলেন। তবে সিজন শেষ হয়ে যাওয়ায় সেই বীজ তার কোনো আসেনি। অভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কৃষক শামসুল হক। গতবার সরকারি প্রণোদনার বীজ হাতে পাওয়ার আগেই তার বীজ বপনের কাজ শেষ হয়ে গিয়েছিল। তবে এবার জমি তৈরি করার আগেই তিনি পেয়েছেন মুগ ডালের বীজ। তাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনিও।
শুধু ফজলু কিংবা শামসু নন, বাবুগঞ্জ উপজেলার প্রায় আড়াই হাজার কৃষকের মুখে এবার হাসি ফুটেছে। মৌসুম শুরুর আগেই এবার তারা পেয়েছেন সরিষা, সয়াবিন, সূর্যমুখী, খেসারি, মসুর, মুগ, চিনাবাদাম, ফেলন ও গমসহ সরকারি বিভিন্ন রবিশস্যের বীজ এবং সার। উপজেলার ২ হাজার ৪১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে দেওয়া হয়েছে বিনামূল্যের কৃষি প্রণোদনার ওই বীজ ও সার। বুধবার (৫ নভেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওই প্রণোদনা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধান অতিথি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফের সভাপতিত্বে প্রণোদনা বিতরণের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আবদুল করিম হাওলাদার, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. রহমাতুল্লাহ মাতুব্বর, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক সাইফুল রহিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নাহার বেগম, আতিকুর রহমান সুমন, রিয়াজুল ইসলাম ওমর প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুর রউফ বলেন, ‘কৃষকের জমি চাষ এবং বীজতলা তৈরির আগেই এবার তাদের হাতে বীজ এবং সার তুলে দেওয়া হয়েছে। এতে যারপরনাই উচ্ছ্বসিত তারা। সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরাও তাদের আনন্দ দেখে উৎসাহিত হয়েছি। আশাকরি এবার রবিশস্য উৎপাদনে আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’
ইউএনও ফারুক আহমেদ বলেন, ‘বিগত দিনে অনেক কৃষক সঠিক সময়ে বীজ পেতেন না বলে অনেকে প্রণোদনার বীজ সঠিকভাবে কাজে লাগাতে পারতেন না। সরকারি বীজ পাওয়ার আগেই তাদের বীজ বপন কাজ শেষ হয়ে যেতো। এবার মৌসুম শুরুর আগেই কৃষকদের হাতে বীজ এবং সার তুলে দেওয়া হয়েছে। আশাকরি এবার তারা সুফল পাবেন এবং সরকারি প্রণোদনার যথাযথ ব্যবহারের মাধ্যমে রবিশস্যের উৎপাদন বৃদ্ধিতে সর্বোচ্চ অবদান রাখতে পারবেন।’ #





















