১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

খা‌লে ডু‌বে নারীর মৃত‌্যু রহস‌্য ঘ‌নিভূত

নিজস্ব সংবাদ:
  • আপডেট সময় ১০:২৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে

আশোকাঠী খা‌লে ডু‌বে মধ‌্য বয়স্ক এক নারীর মৃত‌্য হ‌য়ে‌ছে । এ মৃতু‌্য নি‌য়ে রহস‌্যজনক ব‌লে ম‌নে কর‌ছেন স্থানীয়রা । নিহত নারীর নাম উম্মে বিথী উপজেলার হরিসেনা গ্রামের সৌদি প্রবাসী রিপন সরদারের স্ত্রী। তার পিতা সরকা‌রি গৌরনদী ক‌লে‌জের কর্মচারী মো: শাহআলম শিকদার ।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো: বিপুল হোসেন জানান, বিথী তার বাবার বাড়ি দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম শিকদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে বোরকা ও হিজাব পরিহিত অবস্থায় পালরদী মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ সংলগ্ন খালে গোসল করতে নেমে নিখোঁজ হন।
প্রশ্ন দেখা দি‌য়ে‌ছে বোরকা হিজাব প‌রে কি কেউ গোসল কর‌তে না‌মে ? তা‌তে কি কো‌নো রহস‌্য লু‌কি‌য়ে আছে কি না ?

পারিবারিক সূত্রে জানা গেছে, উম্মে বিথী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। টানা পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পর দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে খালের তলদেশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খা‌লে ডু‌বে নারীর মৃত‌্যু রহস‌্য ঘ‌নিভূত

আপডেট সময় ১০:২৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

আশোকাঠী খা‌লে ডু‌বে মধ‌্য বয়স্ক এক নারীর মৃত‌্য হ‌য়ে‌ছে । এ মৃতু‌্য নি‌য়ে রহস‌্যজনক ব‌লে ম‌নে কর‌ছেন স্থানীয়রা । নিহত নারীর নাম উম্মে বিথী উপজেলার হরিসেনা গ্রামের সৌদি প্রবাসী রিপন সরদারের স্ত্রী। তার পিতা সরকা‌রি গৌরনদী ক‌লে‌জের কর্মচারী মো: শাহআলম শিকদার ।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো: বিপুল হোসেন জানান, বিথী তার বাবার বাড়ি দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম শিকদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে বোরকা ও হিজাব পরিহিত অবস্থায় পালরদী মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ সংলগ্ন খালে গোসল করতে নেমে নিখোঁজ হন।
প্রশ্ন দেখা দি‌য়ে‌ছে বোরকা হিজাব প‌রে কি কেউ গোসল কর‌তে না‌মে ? তা‌তে কি কো‌নো রহস‌্য লু‌কি‌য়ে আছে কি না ?

পারিবারিক সূত্রে জানা গেছে, উম্মে বিথী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। টানা পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পর দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে খালের তলদেশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।