০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সোনারগাঁয়ে জাতীয় যুবশক্তির নেতাদের ফেসবুকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় যুবশক্তির জেলা কমিটির নেতৃবৃন্দকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
হুমকির শিকার নেতারা হলেন— জাতীয় যুবশক্তির জেলা কমিটির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ, সিনিয়র সংগঠক মোঃ জাহিদুল হক বাঁধন এবং যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়াম।
অভিযোগ সূত্রে জানা যায়, “সোনারগাঁও উপজেলা আওয়ামিলীগ” নামক একটি ফেসবুক আইডি থেকে তাদের ব্যক্তিগত ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়।
নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে জাতীয় যুবশক্তির জেলা কমিটির সিনিয়র সংগঠক মোঃ জাহিদুল হক বাঁধন সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। জিডি নম্বর– ১০২৬।
এ বিষয়ে সোনারগাঁ থানা সূত্র জানায়, অভিযোগটি গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ এ ধরনের হুমকিকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে উল্লেখ করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:০০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
৩৫ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে জাতীয় যুবশক্তির নেতাদের ফেসবুকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আপডেট সময় ১২:০০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় যুবশক্তির জেলা কমিটির নেতৃবৃন্দকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
হুমকির শিকার নেতারা হলেন— জাতীয় যুবশক্তির জেলা কমিটির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ, সিনিয়র সংগঠক মোঃ জাহিদুল হক বাঁধন এবং যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়াম।
অভিযোগ সূত্রে জানা যায়, “সোনারগাঁও উপজেলা আওয়ামিলীগ” নামক একটি ফেসবুক আইডি থেকে তাদের ব্যক্তিগত ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়।
নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে জাতীয় যুবশক্তির জেলা কমিটির সিনিয়র সংগঠক মোঃ জাহিদুল হক বাঁধন সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। জিডি নম্বর– ১০২৬।
এ বিষয়ে সোনারগাঁ থানা সূত্র জানায়, অভিযোগটি গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ এ ধরনের হুমকিকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে উল্লেখ করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।