০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

গৌরনদীতে মদিনা ক্লিনিকে প্রসুতি নারীর মৃত্যু

কালেরধারা
  • আপডেট সময় ১০:০০:০১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ৩৯ বার পড়া হয়েছে

না‌সির উদ্দিন সৈকত

বরিশালের গৌরনদী উপজেলার বাটা‌জোড় বাজা‌রের স‌রিকল রো‌ডে অব‌স্থিত  “মদিনা ক্লিনিকে” অক্সিজেন সাপ্লাই না থাকার অভিযোগে( পরি আক্তার (২৫ )  এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শো‌কের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রসব  যন্ত্রণা নিয়ে উজিরপুর উপ‌জেলার ভরসাকাঠী গ্রা‌মের ইমন সরদা‌রের স্ত্রী  প‌রি বেগম‌কে পরিবারের সদস্যরা পাশার্ববর্তী উা‌জেলার বাটা‌জোড় বাজা‌রের সুরকল রো‌ডে অব‌স্থিত মদিনা ক্লিনিকে শ‌নিবার দুপরে ভর্তি করেন।   ডেলিভারি বিকাল ৫ এায় হওয়ার কথা থাকলেও তরিঘরি করে সিজার করা‌য়ে ডেলিভারি করানো হয়।

তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়। মদিনা ক্লিনিকে অক্সিজেন সাপ্লাই না থাকায়  এ সময় জানা যায়, ক্লিনিকের অক্সিজেন সিলিন্ডার অকার্যকর এবং পর্যাপ্ত সাপ্লাইও মজুত ছিল না। ফলে সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ওই নারীর মৃত্যু হয়।

নিহ‌তের স্বামী ইমন সরদার  গৌরনদী মডেল থানায় লিখিত  অভিযোগ করে বলেন, “ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণেই আমাদের প্রিয়জনকে হারাতে হলো।”
ঘটনার পর এলাকাবাসী ও রোগীর স্বজনরা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে বিষয়টি তদন্তে গৌরনদী উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ক্লিনিকটিতে পরিদর্শন করে স্বাস্থ্য কর্মকর্তা জানান, “অবহেলা ও জরুরি সরঞ্জামের ঘাটতি প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুরবস্থা ও বেসরকারি ক্লিনিকগুলোর নজরদারির ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে মদিনা ক্লিনিকে প্রসুতি নারীর মৃত্যু

আপডেট সময় ১০:০০:০১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

না‌সির উদ্দিন সৈকত

বরিশালের গৌরনদী উপজেলার বাটা‌জোড় বাজা‌রের স‌রিকল রো‌ডে অব‌স্থিত  “মদিনা ক্লিনিকে” অক্সিজেন সাপ্লাই না থাকার অভিযোগে( পরি আক্তার (২৫ )  এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শো‌কের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রসব  যন্ত্রণা নিয়ে উজিরপুর উপ‌জেলার ভরসাকাঠী গ্রা‌মের ইমন সরদা‌রের স্ত্রী  প‌রি বেগম‌কে পরিবারের সদস্যরা পাশার্ববর্তী উা‌জেলার বাটা‌জোড় বাজা‌রের সুরকল রো‌ডে অব‌স্থিত মদিনা ক্লিনিকে শ‌নিবার দুপরে ভর্তি করেন।   ডেলিভারি বিকাল ৫ এায় হওয়ার কথা থাকলেও তরিঘরি করে সিজার করা‌য়ে ডেলিভারি করানো হয়।

তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়। মদিনা ক্লিনিকে অক্সিজেন সাপ্লাই না থাকায়  এ সময় জানা যায়, ক্লিনিকের অক্সিজেন সিলিন্ডার অকার্যকর এবং পর্যাপ্ত সাপ্লাইও মজুত ছিল না। ফলে সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ওই নারীর মৃত্যু হয়।

নিহ‌তের স্বামী ইমন সরদার  গৌরনদী মডেল থানায় লিখিত  অভিযোগ করে বলেন, “ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণেই আমাদের প্রিয়জনকে হারাতে হলো।”
ঘটনার পর এলাকাবাসী ও রোগীর স্বজনরা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে বিষয়টি তদন্তে গৌরনদী উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ক্লিনিকটিতে পরিদর্শন করে স্বাস্থ্য কর্মকর্তা জানান, “অবহেলা ও জরুরি সরঞ্জামের ঘাটতি প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুরবস্থা ও বেসরকারি ক্লিনিকগুলোর নজরদারির ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।