গৌরনদী প্রেস ক্লাব সাংবাদিক সাথে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্র অনুষ্ঠিত
- আপডেট সময় ০১:৩১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
গৌরনদী প্রেসক্লাবে বিএনপি প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় ও চা-চক্র অনুষ্ঠিত
বরিশাল প্রতিনিধি:
ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ চা-চক্রে মিলিত হয়েছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন। তার নিজ বাড়িতে অনুষ্ঠিত এই অনানুষ্ঠানিক সাক্ষাতে প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া,সিনিয়র সাংবাদি ও উপদেষ্টা কাওসার হোসেন খন্দকার মনিরুজ্জামান মনির, জনকণ্ঠ বরিশাল ব্যুরো প্রধান খোকন আহম্মেদ হিরা ও গৌরনদী গৌরনদী প্রেস ক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় এম. জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের উদ্দেশে বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজের বিবেক হিসেবে সত্য ও ন্যায়ের পথে অটল থাকবেন—এই আশা রাখি।”
শুভেচ্ছা বিনিময় শেষে অতিথি ও সাংবাদিকদের মধ্যে চা-চক্রের মাধ্যমে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিএনপি প্রার্থীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।


























