০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ল’ ফলাফল প্রকাশ, দু সহদর এড‌ভো‌কেট

কালেরধারা
  • আপডেট সময় ০৫:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ১১০ বার পড়া হয়েছে

এবারের ল’ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে মেধাতালিকায় ভালো ফল অর্জন করেছেন আজমল আলম সিদ্দিকী সোহাগ ও তার সহদর ভাই ইমরান আলম রু‌বেল।
দীর্ঘদিন শিক্ষানবিশ এডভোকেট হিসেবে দায়িত্ব পালনের পর আজ থেকে পূর্ণাঙ্গ এডভোকেট হিসেবে সনদপ্রাপ্ত হলেন তারা দু ভাই।

একই পরিবারে দুই ভাইয়ের এডভোকেট হিসেবে আত্মপ্রকাশ নিঃসন্দেহে গর্বের বিষয়।

তারা মাদারীপুরের কালকিনি সদরের রাজদী বড়বাড়ির বাসিন্দা এবং এজিবির অডিট অফিসার মরহুম আলতাফ হোসেন বেপারীর সন্তান।
সোহাগ গৌরনদী উপ‌জেলার কটকস্থ‌লের (মেসার্স আরিফ ফি‌লিং স্টেশ‌নের) মো : হারুন বেপারীর একমাত্র মে‌য়ে জামাই

ঢাকা বারে যুক্ত থেকে আইন পেশা পরিচালনা করবেন। পাশাপাশি মানবিক মানুষ হিসেবে অসহায় ও গরিবদের মামলায় বিনা খরচে সহমর্মিতার সঙ্গে আইনগত সহায়তা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এড‌ভো‌কেট ইমরান আলম রু‌বেল আয়কর আইনজী‌বি হিসা‌বে কাজে নিয়া‌জিত হ‌বেন ,

নিউজটি শেয়ার করুন

ল’ ফলাফল প্রকাশ, দু সহদর এড‌ভো‌কেট

আপডেট সময় ০৫:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

এবারের ল’ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে মেধাতালিকায় ভালো ফল অর্জন করেছেন আজমল আলম সিদ্দিকী সোহাগ ও তার সহদর ভাই ইমরান আলম রু‌বেল।
দীর্ঘদিন শিক্ষানবিশ এডভোকেট হিসেবে দায়িত্ব পালনের পর আজ থেকে পূর্ণাঙ্গ এডভোকেট হিসেবে সনদপ্রাপ্ত হলেন তারা দু ভাই।

একই পরিবারে দুই ভাইয়ের এডভোকেট হিসেবে আত্মপ্রকাশ নিঃসন্দেহে গর্বের বিষয়।

তারা মাদারীপুরের কালকিনি সদরের রাজদী বড়বাড়ির বাসিন্দা এবং এজিবির অডিট অফিসার মরহুম আলতাফ হোসেন বেপারীর সন্তান।
সোহাগ গৌরনদী উপ‌জেলার কটকস্থ‌লের (মেসার্স আরিফ ফি‌লিং স্টেশ‌নের) মো : হারুন বেপারীর একমাত্র মে‌য়ে জামাই

ঢাকা বারে যুক্ত থেকে আইন পেশা পরিচালনা করবেন। পাশাপাশি মানবিক মানুষ হিসেবে অসহায় ও গরিবদের মামলায় বিনা খরচে সহমর্মিতার সঙ্গে আইনগত সহায়তা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এড‌ভো‌কেট ইমরান আলম রু‌বেল আয়কর আইনজী‌বি হিসা‌বে কাজে নিয়া‌জিত হ‌বেন ,