বরিশালের-গৌরনদী-আগৈলঝাড়ায় সংখ্যালঘুদের মনে উদ্বেগ বাড়ছে
- আপডেট সময় ১০:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
বরিশাল প্রতিনিধিঃ
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনা ও অস্বস্তিকর পরিস্থিতির কারণে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ—নানা ধরনের গুজব, নির্বাচনী উত্তেজনা এবং সামাজিক মাধ্যমে উসকানিমূলক মন্তব্যের ফলে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে এবং ২০০১ সালের নির্বাচনের ছবি মনে পরছে। আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়নের স্থানীয় কয়েকজন নাম না বলার শর্তে সংবাদ সংগ্রহের আমাদের হিন্দু পরিবারেরা সদস্য জানান, তারা সন্ধ্যার পর বাইরে চলাফেরা করতে ভয় পাচ্ছেন। এমনকি কিছু এলাকায় রাতের বেলা পাহারার ব্যবস্থা করতেও হচ্ছে।এদিকে প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।গৌরনদী মডেল থানা ও আগৈলঝাড়া থানার এক কর্মকর্তা বলেন, “আমরা প্রতিটি এলাকাই মনিটরিং করছি। কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।”স্থানীয় সচেতন মহল মনে করেন, আসন্ন নির্বাচনকে ঘিরে এক শ্রেণির লোক ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক আতঙ্ক সৃষ্টি করতে পারে। তাই গুজবে কান না দিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। এলাকার মানবাধিকার কর্মীরা বলেন, সংখ্যালঘুদের মাঝে যে ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তা দ্রুত নিরসনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা জরুরি।

























