০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
মাগুরায় নবাগত জেলা প্রশাসককে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের ফুলের শুভেচ্ছা।
কালেরধারা
- আপডেট সময় ০৫:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:সুবির ঘোষ
আজ ২৩ শে নভেম্বর রোজ রবিবার দুপুর ২ঘটিকার সময়
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে,নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ কে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন।
এ সময়ে জেলা প্রশাসক,আধ্যাত্মিক সাধক কাদের ফকিরের বিস্তারিত পরিচয় জেনে তিনি শুভেচ্ছা জানান! এবং সংগঠনটির খোঁজখবর এবং সংগঠনের বিভিন্ন প্রয়োজনীয়তা আলাপ করেন। এবং নবাগত জেলা প্রশাসককে, সংগঠনের সভাপতি আর্থিক অনুদানের বিষয় বলেন। তখন জেলা প্রশাসক আশ্বাস দেন!এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আকরাম হোসেন ইকরাম, সহ-সভাপতি সাধু রুস্তম আলী;সহ-সভাপতি সাধু জসিম উদ্দিন;সহ-সভাপতি সাধু টারজেন ;সহ-সভাপতি ফারুক আহমেদ ;সাধারণ সম্পাদক সাধু বাবর আলী প্রমুখ।





















