মাগুরায় জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় ০৬:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ১ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: সুবির ঘোষঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার উদ্যোগে “জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে” এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।মাগুরা জেলা দপ্তর সম্পাদক ইমামুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান জামায়াতে ইসলামী মাগুরা জেলার ভারপ্রাপ্ত আমীর সাঈদ আহমেদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জুবায়ের হোসাইন সাগর। এছাড়াও বক্তব্য রাখেন জেলা শিবিরের সাবেক সভাপতি কাজী মারুফ কারখি, কুতুব উদ্দিন এবং সাবেক দপ্তর সম্পাদক জাহিদ হাসান।সমাবেশে বক্তারা বলেন, “দেশে সংঘটিত জুলাই গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া জাতির জন্য কলঙ্কের। সরকার জনগণের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে এবং বিরোধী মতের ওপর দমন-পীড়ন চালিয়ে গণতন্ত্রকে বিপন্ন করেছে।”সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
বক্তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়ীদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


















