আজ থেকে ধানের শীষের বিপক্ষে কেউ নয়, সবাই আমাদের সহযোগী হতে পারে..জহির উদ্দিন
- আপডেট সময় ০৬:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১০৬ বার পড়া হয়েছে
নাসির উদ্দিন সৈকত,বরিশালঃ গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ও জহির উদ্দিন স্বপন তার নির্বাচনী প্রথম কর্মসুচি ঘোষণা করেন তিনি বলেনঃ-আজ থেকে ধানের শীষের বিপক্ষে কেউ নয়, সবাই আমাদের সহযোগী হতে পারে”
আওয়ামী লীগের কোন কর্মী যদি চাঁদা বাজি ও মাদক সহ কোন সন্ত্রাসী সাথে না থাকে তাকে আমরা গ্রহণ করে নিব।

বরিশালের গৌরনদী উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব বিএনপি চেয়ারপারসন আন্তরজাতিক উপদেষ্টা হুমায়ুন কবির। চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব জহির উদ্দিন স্বপন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন,দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় এখন সময়ের দাবি। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে, জনগণকে ভোটের অধিকারের জন্য জাগ্রত করতে হবে।”সভায় সভাপতির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, আজ থেকে আওয়ামী লীগসহ যেকোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা সংগঠন যদি ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে চায়, বিএনপি তাদের জন্য দরজা খুলে দিয়েছে।জাতীয় ঐক্যের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।”ভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন বিপ্লব, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব হান্নান শরীফ, এবং গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম শরীফ স্বপন প্রমুখ। দীর্ঘ ১৭ বছর পর সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির এমন বিশাল সমাবেশে কর্মী-সমর্থকদের ঢল নামে।

সমাবেশ শেষে জহির উদ্দিন স্বপন আনুষ্ঠানিকভাবে প্রথম নির্বাচনী কর্মী সভার উদ্বোধন ও নির্বাচনী কর্মসূচি ঘোষণা করেন।
গৌরনদী উপজেলা ও আশপাশের এলাকাজুড়ে এই সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


















