বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রুকন সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় ০২:৩৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলার শেরপুর উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় হামছায়াপুরে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান। সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বগুড়া অঞ্চল টিমের সদস্য মাওলানা আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ আব্দুল হক, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল হালিম, ধুনট উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, শেরপুর উপজেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা নাজমুল হক, রেজাউল করিম বাবলু, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ আনিছুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, শাহীন আলম, অফিস সেক্রেটারি অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, বজলুর রহমান, বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হক, যুব বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মোঃ আব্দুস সাত্তার, প্রচার সেক্রেটারি মোঃ ইফতেখার আলম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহ আলম সোহান, শফিকুর রহমান, আঃ খালেক, জহির রায়হান প্রমুখ।
সম্মেলনে আমীরে জামায়াতের পক্ষ থেকে ভোট প্রদানসহ সাংগঠনিক শক্তি বৃদ্ধি, রুকনদের ভূমিকা ও আসন্ন নির্বাচনী কার্যক্রম বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।



















