গৌরনদী নির্বাহী অফিসার ও সহকারি কমিশনারের সঙ্গে কালেরধারা ব্যাবস্থাপনা সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় ০৫:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ৫৪ বার পড়া হয়েছে
কালের ধারা নিউজ ডেস্কঃ
বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম ও উপজেলা সহকারি কমিশনার ভুমি মো মেহেদী হাসানের সঙ্গে আলাদা আলাদা সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক কালের ধারা-এর ব্যাবস্থাপনা সম্পাদক সুমাইয়া পপি।
বুধবার ৫ নভেম্বর সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বারের আইনজীবী কালের ধারার আইন উপদেস্টা আজমল আলম সিদ্দিকী সোহাগ, কালের ধারা উপদেস্টা মাওলানা মো: হাফিজুর রহমান, কালের ধারা-এর স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন সৈকত।
সাক্ষাৎকালে স্থানীয় উন্নয়ন কার্যক্রম, সুশাসন প্রতিষ্ঠা, এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। ইউএনও মোঃ ইব্রাহিম বলেন, “জনসেবামুখী প্রশাসন গড়ে তুলতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অন্যদিকে ব্যবস্থাপনা সম্পাদক সুমাইয়া পপি প্রশাসনের স্বচ্ছতা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে কালের ধারা-এর পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে তারা গৌরনদী উপজেলার উন্নয়ন অগ্রযাত্রা ও সাংবাদিক-প্রশাসন সমন্বয়ের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।



















