০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বানারীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

কালেরধারা
  • আপডেট সময় ১১:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া

বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২ নভেম্বর) রাতে উপজেলার ইলুহার এলাকায় অভিযান চালিয়ে শাহরিয়ার আব্দুল্লাহ (পিতা: মিজানুর রহমান) ও বেলাল (পিতা: মো. শাহ আলম) নামের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৪০০ টাকা করে জরিমানা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাতের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিছন থেকে আসামিদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে সোমবার (৩ নভেম্বর) সকালে দণ্ডপ্রাপ্ত আসামিদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

বানারীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট সময় ১১:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া

বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২ নভেম্বর) রাতে উপজেলার ইলুহার এলাকায় অভিযান চালিয়ে শাহরিয়ার আব্দুল্লাহ (পিতা: মিজানুর রহমান) ও বেলাল (পিতা: মো. শাহ আলম) নামের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৪০০ টাকা করে জরিমানা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাতের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিছন থেকে আসামিদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে সোমবার (৩ নভেম্বর) সকালে দণ্ডপ্রাপ্ত আসামিদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।