বরিশালে পুলিশের গাড়ির ধাক্কায় অটোচালকের মৃত্যু
- আপডেট সময় ০৯:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,বরিশালঃ
বরিশাল নগরীর চৌমাথা এলাকায় পুলিশের গাড়ির ধাক্কায় মো. হাছান হাওলাদার (৩৫) নামের এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাছান হাওলাদার বরিশাল সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া কালখার বাড়ি এলাকার বাসিন্দা কবির হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুরে চৌমাথা এলাকায় চলন্ত অবস্থায় হাছান হাওলাদারের চালানো হলুদ রঙের অটোরিকশাটিকে পেছন দিক থেকে আসা পুলিশের একটি গাড়ি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই পুলিশের গাড়ি থেকে কয়েকজন নেমে আহত হাছানকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মোসাম্মৎ ময়না বেগম বলেন,
> “দুপুর তিনটার দিকে আমার স্বামীর মোবাইল থেকে ফোন আসে। রিসিভ করলে অপর প্রান্ত থেকে জানতে চায় আমি ওই নম্বরের মালিকের কে। আমি বললে যে আমি তার স্ত্রী, তখন জানানো হয় আমার স্বামী দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে গিয়ে জানতে পারি, তিনি আর বেঁচে নেই।”
তিনি আরও জানান, প্রথমে কে বা কারা তাকে হাসপাতালে নিয়ে গেছেন, কেউ স্পষ্ট করে বলতে পারেননি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, পুলিশই তাকে হাসপাতালে নিয়ে আসে। “সিসিটিভি ফুটেজেও সেটি স্পষ্ট দেখা যায়,” দাবি করেন ময়না বেগম।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাম্মৎ ময়না বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে বরিশাল এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।
নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।



















