০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

বানারীপাড়ায় দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালেরধারা
  • আপডেট সময় ০৮:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ৬৬ বার পড়া হয়েছে

কালের ধারা নিউজ ডেস্কঃবরিশালের বানারীপাড়ায় পাঠকপ্রিয় দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। গত ১ নভেম্বর ছিল পত্রিকাটির প্রতিষ্ঠা দিবস। এক বছরেই বৃহত্তর বরিশাল অঞ্চলের পাঠকমনে বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছে এই সংবাদপত্রটি।

২ নভেম্বর শনিবার বানারীপাড়া প্রেসক্লাবে সাংবাদিক মাইদুল ইসলাম শফিকের আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক ইলিয়াস শেখ, মোঘল সুমন, সাফকাত শুভ, সাংবাদিক জাহিন খালাসি, সৈয়দ নুরুজ্জামান পলাশ, সাব্বির হোসেন, মাসুদুর রহমানসহ স্থানীয় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশ বাণী এক বছরে পাঠকদের আস্থা অর্জন করেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, পত্রিকাটি সত্য প্রকাশ ও ইতিবাচক সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে।

প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম বলেন, “বাংলাদেশ বাণী ইতোমধ্যে পাঠকমনে জায়গা করে নিয়েছে। বরিশাল অঞ্চলে এটি একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যাচ্ছে।”

সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, “মাত্র এক বছরে পত্রিকাটি যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে, তা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেরই ফল। আমরা আশা করি, বাংলাদেশ বাণী ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।”

আলোচনা শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

বানারীপাড়ায় দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৮:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

কালের ধারা নিউজ ডেস্কঃবরিশালের বানারীপাড়ায় পাঠকপ্রিয় দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। গত ১ নভেম্বর ছিল পত্রিকাটির প্রতিষ্ঠা দিবস। এক বছরেই বৃহত্তর বরিশাল অঞ্চলের পাঠকমনে বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছে এই সংবাদপত্রটি।

২ নভেম্বর শনিবার বানারীপাড়া প্রেসক্লাবে সাংবাদিক মাইদুল ইসলাম শফিকের আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক ইলিয়াস শেখ, মোঘল সুমন, সাফকাত শুভ, সাংবাদিক জাহিন খালাসি, সৈয়দ নুরুজ্জামান পলাশ, সাব্বির হোসেন, মাসুদুর রহমানসহ স্থানীয় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশ বাণী এক বছরে পাঠকদের আস্থা অর্জন করেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, পত্রিকাটি সত্য প্রকাশ ও ইতিবাচক সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে।

প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম বলেন, “বাংলাদেশ বাণী ইতোমধ্যে পাঠকমনে জায়গা করে নিয়েছে। বরিশাল অঞ্চলে এটি একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যাচ্ছে।”

সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, “মাত্র এক বছরে পত্রিকাটি যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে, তা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেরই ফল। আমরা আশা করি, বাংলাদেশ বাণী ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।”

আলোচনা শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।