শিরোনাম: বরিশালে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার
- আপডেট সময় ১২:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
বরিশাল জেলা প্রতিনিধিঃ
অপসাংবাদিকতা রোধে সাংবাদিক সংগঠনগুলোর যৌথ অ্যাকশন কমিটি সক্রিয় ভূমিকা রাখছেব,রিশালে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার দুইজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ নভেম্বর) বিকেলে দীর্ঘ শুনানি শেষে বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী এ আদেশ দেন। শুনানি শেষে আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।থানা সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা যেকোনো সময় রিমান্ডে এনে আসামিদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন।গ্রেফতারকৃতরা হলেন—মো. মারুফ হোসেন মুন্না (৩০), বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা ও মো. আক্কাস হোসেন আকাশের ছেলে,এবং মো. রাসেল সিকদার (৩৬), বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার মৃত হায়দার সিকদারের ছেলে।এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতোয়ালি থানার এসআই মো. নাসির আদালতে দুই আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।গত ২২ অক্টোবর বরিশাল মডেল স্কুলের শিক্ষক একেএম মাজহারুল ইসলাম তৃষাণের কাছ থেকে পুনরায় চাঁদা দাবি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে মারুফ ও রাসেল। এ সময় তারা শিক্ষককে জিম্মি করে ভয়ভীতি দেখাচ্ছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে অপসাংবাদিকতা প্রতিরোধে গঠিত স্থানীয় অ্যাকশন কমিটি ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়।ঘটনার পরপরই শিক্ষক তৃষাণ বাদী হয়ে বরিশাল কোতোয়ালি থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা (নং-৬৪/২৫) দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ১৮৬০ সালের ৩৮৫/৩৮৬ ধারায় রুজু করা হয়।অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের উদ্যোগ:সাম্প্রতিক সময়ে বরিশালে সাংবাদিক পরিচয়ে অপকর্ম বেড়ে যাওয়ায়, মূলধারার সাংবাদিক সংগঠনগুলো একত্রিত হয়ে ‘অপসাংবাদিকতা প্রতিরোধে যৌথ অ্যাকশন কমিটি’ গঠন করেছে। এই কমিটিতে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নসহ ১৫টি গণমাধ্যম সংগঠন যুক্ত রয়েছে।ইতোমধ্যে বরিশাল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ সদস্যের স্টিয়ারিং কমিটির বৈঠক চলমান রয়েছে বলে জানা গেছে।
সূত্র:
বরিশাল প্রতিনিধি, আদালত ও থানা পুলিশ

















