০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সড়ক ও মাদক প্রতিরোধে গৌরনদী প্রশাসনের অভিযান: জনস্বার্থে কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা

কালেরধারা
  • আপডেট সময় ০৬:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩ নভেম্বর) চাঁদশী ইউনিয়নের আগৈলঝাড়া–গৌরনদী সড়কে সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহিমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী রাস্তার ওপর ইট ও খোয়া রাখার অপরাধে একজনকে ১০ হাজার টাকা এবং গাছ রাখার অপরাধে অপর একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় এক গাড়ি চালককে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহিম বলেন, “সড়ক নিরাপত্তা ও জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে। প্রশাসনের পক্ষ থেকে কোনো অনিয়ম বা অপরাধ সহ্য করা হবে না।”

অন্যদিকে, মাদক প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার (২ নভেম্বর) রাতে সুন্দরদী এলাকায় মাদক স্পটে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সরঞ্জামাদি জব্দসহ একজনকে আটক করে নিয়মিত মামলার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশ।

উপজেলা প্রশাসনের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ। তারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহিম ও তার প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

সড়ক ও মাদক প্রতিরোধে গৌরনদী প্রশাসনের অভিযান: জনস্বার্থে কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা

আপডেট সময় ০৬:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩ নভেম্বর) চাঁদশী ইউনিয়নের আগৈলঝাড়া–গৌরনদী সড়কে সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহিমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী রাস্তার ওপর ইট ও খোয়া রাখার অপরাধে একজনকে ১০ হাজার টাকা এবং গাছ রাখার অপরাধে অপর একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় এক গাড়ি চালককে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহিম বলেন, “সড়ক নিরাপত্তা ও জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে। প্রশাসনের পক্ষ থেকে কোনো অনিয়ম বা অপরাধ সহ্য করা হবে না।”

অন্যদিকে, মাদক প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার (২ নভেম্বর) রাতে সুন্দরদী এলাকায় মাদক স্পটে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সরঞ্জামাদি জব্দসহ একজনকে আটক করে নিয়মিত মামলার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশ।

উপজেলা প্রশাসনের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ। তারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহিম ও তার প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।