- আপডেট সময় ১২:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
 - / ২৩ বার পড়া হয়েছে
 
গৌরনদীতে শাহ সুফি আহমাদুল্লাহ (রহঃ) সাহেবের বাড়ির জামে মসজিদের নবনির্মিত ভবনের কাজের উদ্বোধন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥
বরিশালের গৌরনদীতে মহান আল্লাহর নামে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শাহ সুফি আহমাদুল্লাহ (রহঃ) সাহেবের বাড়ির জামে মসজিদের নবনির্মিত ভবনের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) সকালে এক ধর্মীয় পরিবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “মসজিদ মুসলমানদের ইবাদতের পাশাপাশি সমাজে ঐক্য, শান্তি ও সৌহার্দ্যের প্রতীক। এই নতুন ভবন নির্মাণের মাধ্যমে এলাকার ধর্মীয় পরিবেশ আরও সুন্দর ও সমৃদ্ধ হবে।”
পরে দোয়া-মোনাজাতে দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং মসজিদের নির্মাণকাজের সফল সমাপ্তি কামনা করা হয়।
📍উল্লেখ্য, শাহ সুফি আহমাদুল্লাহ (রহঃ) ছিলেন গৌরনদী এলাকার একজন প্রখ্যাত ওলীআল্লাহ ও ইসলাম প্রচারক। তাঁর স্মৃতি সংরক্ষণে এলাকাবাসীর উদ্যোগে এই মসজিদের সম্প্রসারণ ও নবনির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
																			
																		
















